Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

ফিরোজ আখতারের অণুকথা




ভোটের প্রাপ্তি

.....................





ভোটেতে অনেক জ্বালা থাকা সত্ত্বেও বেশ কিছু প্রাপ্তি থাকে ৷ যত ভোটের অভিজ্ঞতা বাড়ে ততই এই প্রাপ্তি'র ভাণ্ডার পূর্ণ হতে থাকে ৷ নির্বাচন কমিশন একে দেশের সবথেকে বড়ো উৎসব হিসাবে বর্ণনা করেছেন । সত্যিই তাই ৷ উৎসবই বটে ৷ প্রতিটি ভোটে যেসব অভিজ্ঞতা হয় তা নিয়ে একটা উপন্যাসিকা রচনা হয়ে যায় ৷

ভোটকর্মীদের টিম ভীষণ গুরুত্বপূর্ণ । সম্পূর্ণ অপরিচিত চার-পাঁচজনকে নিয়ে শুধুমাত্র দু'দিনের জন্য একটি টিম তৈরি হয় ৷ ভোটের একদিন আগে অর্থাৎ P1 দিনে DCRC তে উপস্থিত হতে হয় । তাঁরা দু'দিন একসঙ্গে থাকেন, একসঙ্গে খাওয়াদাওয়া করেন, কাজ করেন, মজা করেন, সুখদুঃখের গল্প করেন ৷ তারপর ভোট নিয়ে ফিরে আসে RC ( Receiving Centre ) তে । নির্দিষ্ট কাউন্টারে সবকিছু জমা দিয়ে রওনা দেন যে যার বাড়ি'র উদ্দেশ্য । পরে হয়তো আর কোনদিনই পরস্পরের সঙ্গে দেখা হয়না ।

কিছু কিছু জায়গা আছে অত্যন্ত দুর্গম ও অগম্য । সেখানে ভোট শুরুর দু'দিন আগে অর্থাৎ P2 দিনে রওনা হতে হয় ৷ ফিরতেও সময় লাগে দু'দিন । সব মিলিয়ে ৫ দিন ।

ভোটের বুথগুলি যদৃচ্ছভাবে বেছে দেওয়া হয় ৷ টিমও তৈরি হয় ও'ভাবেই ৷ তাই ভোটটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার । কেউ পড়েন DCRC থেকে অনেক দূরে আবার কেউবা পড়েন DCRC'র কাছে ৷ কারও বুথে ভোটারসংখ্যা হাজার-বারো'শ তো কারও বুথে ভোটারসংখ্যা চার থেকে ছ'শ ৷ যাঁদের বুথ পড়ে DCRC থেকে অনেক দূরে তাঁদের ভোটশেষে সবকিছু জমা দিয়ে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় । কেউ কেউ রাতটুকু DCRC তেই কাটিয়ে দেন কোনরকমে ৷ ভোরে বাড়ি ফেরেন ৷ পঞ্চায়েত ভোটে যাঁদের বুথে ১০০০-১২০০ ভোটার থাকে, তাদের দুর্ভোগের সীমা থাকেনা ৷ রাত ১০টা-১১টা পর্যন্ত ভোট চলে ৷ তারপর সবকিছু জমা দিতে দিতে রাত ১টা-২টোও বেজে যায় ৷

ভোটে কারও কারও ডিউটি আসেনা ৷ অনেকে প্রভাবশালী কোন ব্যক্তি'র মাধ্যমে তাঁদের ডিউটি কাটিয়ে নেন ৷ অনেকের রিজার্ভ ডিউটি আসে ৷ যাঁদের রিজার্ভ ডিউটি আসে তাঁদের মধ্যে একটা শ্রেণি ভোটের আগেরদিন অর্থাৎ P1 দিনে গিয়ে আগেই ডিউটি নিয়ে নেন নিজে থেকেই ৷ কেউ কেউ হাজিরাখাতায় সই করে এদিক-ওদিক ঘুরে বেড়ান ৷ তাঁদের নাম ধরে ডাকলেও কোন খোঁজ পাওয়া যায়না ৷ হঠাৎ করে সেক্টর অফিসারদের হাতে বেমক্কা ধরা পড়ে গেলে তখন অবশ্য জোর করে ট্যাগ করে দেত্তয়া হয় ।

এইভাবে প্রতি পাঁচ বছরে তিনবার ভোট আসে, ভোট যায় ৷ অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হতে থাকে ৷





পরিচিতি
...............

নাম - ফিরোজ আখতার
ঠিকানা - ১৮ই জায়গীর ঘাট রোড, ঠাকুরপুকুর, কোলকাতা - ৭০০০৬৩
চলভাষ - ৮৯৭২০২৪৫৪৫
ইমেল - firozzorif1979@rediffmail.com

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক