Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

রম্যরচনা : অনিরুদ্ধ সুব্রত


বাঙালির ভোট-সিন্ড্রোম

--------------------------------



দিন শেষে অফিস-ক্লান্ত মধ্য চল্লিশের বাবা, বাস ট্রেনের ধকল সামলে সবে ঘরে ফিরেছেন।ক্লাস থ্রির ছেলে কাছে এসে বলল, বাবা আমরা কি টিএমসি না বিজেপি  ? প্রশ্ন শুনে বাবা পড়লেন আকাশ থেকে । মা ছেলেকে টেনে সরিয়ে নিয়ে গেলেন পড়ার ঘরে, বকাবকি করলেন না-বোঝা বিষয়ে কথা বলার জন্য । বাবা থ হয়ে বসে থাকলেন সোফায় । পরে স্ত্রীর কাছে শুনে বুঝতে পারলেন, ওটা আসলে পুল-কারের ড্রাইভার-আঙ্কেল ছেলের কাছে জানতে চেয়েছিল।
            ধরুন ভদ্রলোকের নাম রতনবাবু , তো তিনি ব্যস্ত অফিস আওয়ারে সম পর্যায়ের কোলিগদের কাছে ইতিমধ্যে বেশ কয়েক বার শুনেছেন, 'গ্রাম থেকে তো আসেন, তা ওদিকের ভাব ক্যামন এবার ? ক'টা পাবে ভাবছেন ?' নিরীহ নিপাট লোকটা মৃদু হেসে, না জানা ,না বোঝার ভানে পেরিয়ে যেতে চান উৎসাহী চোখ গুলোর প্রত্যাশা । 
         দু'একদিন বাদে বাদেই অফিস ফেরতা পথে স্টেশনের কাছের মুদির দোকানে যেতেই হয় । ঘর সংসারের এটা ওটা নেবার ফাঁকে দোকান মালিক সামান্য অভিব্যক্তির শৈল্পিক কারুভঙ্গি করে বলেই ফেলে, ' কী দাদা শহরের ভাব কেমন  ?' সঙ্গে সঙ্গে অবাক হয়ে রতন যদি জানতে চান , ' কীসের ভাব বলুন তো, ঠিক বুঝতে পারলাম না  ?' ঠিক তক্ষুনি হে হে করে একটা বিরক্তিকর হাসি হেসে দোকানদারের বক্তব্য, ' আরে দাদা বলছি, ইলেকশনের ভাব কী বুঝছেন  ?' উত্তরে রতনবাবু রীতিমতো অবাক, ভাবতে থাকেন পুরো সমাজটাই কি এই মুহূর্তে ভোটের আবহে ডুবে !
           আকাশে ঘন মেঘ করেছে, কালবৈশাখী আছড়ে পড়বে হয়তো কিছুক্ষণের মধ্যে, ব্যস্ত রাস্তার চৌমাথায় মানুষ জন গাড়ি ঘোড়ার প্রায় দৌড় চলছে । প্রত্যেকেরই লক্ষ্য কত দ্রুত ঘরের দিকে দৌড়তে পারে, অথচ এমন প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাব্যতার মুহূর্তেও দিব্যি তারস্বরে মাইক বাজিয়ে আর মাইক্রোফোন হাঁকিয়ে চলছে ভোট প্রচারের পথসভা । পথচারী ঠিকমতো শুনতেই পারছে না পথ চলতি গাড়ির হর্ণ । ওষুধের দোকানদার প্যারাসিটামল দিতে প্যারালাইসিসের ওষুধ এক পাতা ধরিয়ে দিচ্ছে । 
         সন্ধ্যা হতে না হতে গ্রাম মফস্বল আধা-শহরের পাড়ার মোড়ের চায়ের দোকানে তাস-খেলা বন্ধ, কেউ সরকার পক্ষ কেউ বিরোধী, তর্ক আর তর্ক । পুরুষরা ঘরে ফিরে আগে যারা পান বিড়ি খেতে খেতে টিভির সিরিয়াল দেখে দেখে সংসারী কাহিনীর টান টান উত্তেজনায় সস্ত্রীক চোখা ডায়লগে মজে যেত----হঠাৎই তারা সব কেমন যেন কড়া রাজনৈতিক । খবর চ্যানেল ফুরসত দিচ্ছে না সিরিয়ালের সিরিয়াস ব্যাপারে । পরিবারের মহিলাদের টিভির অধিকার রীতিমতো খর্ব ! ' দাঁড়াও, দেখি আজকের মিটিংয়ে দিদি কী কী বললেন ! ' অথবা  'না, এখন রিমোট দেবো না, দেখি মোদীর সভায় লোক হয়েছে ক্যামন ?'
          এতো গেল গৃহযুদ্ধ, কিন্তু বৃহত্তর সমাজে ? ভূসিমালের কারবারি এক বন্ধু সেদিন দুঃখ করে বলল, ' মাল সাপ্লাই দিয়ে খুব ফ্যাসাদে পড়েছি ভাই !' বললাম কেন কী এমন হলো ? উত্তরে বন্ধু বলল,  'পেমেন্ট আনতে গেলেই মহাজন বলছে , ইলেকশনের বাজার দাদা পরে আসুন ।' অর্থাত্ ইলেকশন না গেলে বন্ধুটি প্রাপ্য টাকা পাবে না। তো এমন উদাহরণ আরও আছে; কারও ব্যাঙ্ক-লোন হবে, ম্যানেজার বলছেন--- ইলেকশনের পর, কারও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন---   তাও ইলেকশনের পর । এমনকি পাত্র-পাত্রী দেখাশোনা শেষ, পাকা কথা পোক্ত হয়ে গেছে, তবু শুভস্য শীঘ্রম হচ্ছে না --- ইলেকশন মিটে যাবার পর চার হাত এক করা হবে।
           বিয়ে না হয় বিলম্বে হলো, কিন্তু প্রেম ? শোনা গেল অধিকাংশ পার্কে নব নব যুগলের বৈকালিক-বিহার নাকি সম্প্রতি একেবারে তলানিতে । কারন আন্দাজ করতে জানা গেল,  ' আরে দাদা এখন ইলেকশনের সময় তো তাই। ' একইভাবে পাওনাদারের মুখোমুখি হলে দেনাদার চাওয়ার আগেই বলে দিচ্ছে---- ইলেকশনের পরে। ঘরের বৌ শাড়ি গয়না ডিমান্ড করলেই স্বামী বাবাজি তর্জনী উঁচিয়ে বলে দিচ্ছে---- ইলেকশনটা যাক। দোকান বাজারে ঘুরে দেখুন, দোকানিরা বলছে একদম বিক্রি নেই । যদি প্রশ্ন করেন কেন  ? সঙ্গে সঙ্গে উত্তর পাবেন,  আগে তো ইলেকশন দাদা, কেনাকাটা তো তারপর ।
         বিদেশ থেকে ছেলে-বৌমা এপ্রিলে ফেরার কথা ছিলো, কিন্তু বৃদ্ধা মাকে ছেলে ফোন করে জানালো, এখন নয়--- দেশে ফিরবো ইলেকশন কেটে গেলে । এমন লেটেস্ট গল্পও শোনা গেল, কোন সার্জিক্যাল ডাক্তার নাকি এক পেশেন্টকে বলেছেন---- আপনার গলব্লাডার অপারেশন করে দেবো, তবে ইলেকশনের পরে । তাহলেই বলুন 'ইলেকশন' কী অগস্ত্য ! যার সুতীব্র টানে অর্থ বানিজ্য জীবন দৈনন্দিন কেবল চোঁ চোঁ গিলে ফেলছে  ! 
       তবু, হ্যাঁ তবুও একটা ব্যাপার কিন্তু এই বিরাট গিলে ফেলা থেকে খানিকক্ষণের জন্য হলেও দম ছেড়ে দিচ্ছে, হাঙরের মতো ধরে রাখতে পারছে না ----- সে হলো আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট । যা একমাত্র এই ভোট আগ্রাসনের মধ্যে সন্ধ্যে-রাত্রির একটি মাত্র রিফ্রেশ ছক্কা-চার বাতাস, একটু মুক্ত অক্সিজেন ।

==============================

------ সুব্রত বিশ্বাস 
গ্রাম ও পোস্ট- ধর্মপুকুরিয়া 
বনগাঁ,  উত্তর ২৪ পরগণা 
পিন- ৭৪৩২৩৫
ফোন 6295957593


জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক