Featured Post
কবিতা ।। রবিউল ইসলাম মন্ডল
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমি সৈনিক বলছি
-----:--------:-------:----
মরনপণে যাচ্ছি মাগো যুদ্ধ ক্ষেত্রে লড়তে
দেশের জন্য আমরা পারি জীবন বাজি ধরতে।
দিও না বাঁধা শত্রু যে নিঃশ্বাস ফেলে কাঁধে
আসছে ধেয়ে দেশের ভিতর আজ কে আমায় বাঁধে।
শৃঙ্খলমুক্ত করবোই মাকে
এ আমার দৃয় অঙ্গিকার
হোক না যতই বড় শত্রু করবোই ছারখার।
রক্ত ঝরিবে বক্ষ বহিয়া
তবুও ছাড়িব না পতাকা
আমরা মহান দেশপ্রেমিক, ওগো ভারত মাতা।
ঝাঁঝরা করিবে মোদের বক্ষ দুঃখ করিব না -
বাঁচিয়া থাকিতে বর্ডার থেকে এক পা সরিব না ।
চালাও গুলি হাজার বোমা হামলা করো শত
বুক চিঁতিয়ে রাখবো তোমার
দেশের সেবায় রত।
আমরা যে মা শান্তি প্রিয় শান্ত ছেলে
তাই বলে মা ছাড়বো নাকো শত্রু এলে।
অপমানিত ইতিহাস নাহি লিখতে দেব
বিপদ দিনে তোমার কোলে টেনে নেব।
দু হাত মোদের মুষ্টি করে বজ্রাঘাতে
দেশদ্রোহীর পাঠাবো নরক, যাক নিপাতে ।
এটাও জানি ওগো আমার ভারত সন্তান
মৃত্যু হলে বীরের মতো করিবে সস্মান ।।
--সমাপ্ত---
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন