Featured Post
অণুগল্প ।। ওই মাকে চাই না ।। সৌমিক ঘোষ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ওই মাকে চাই না
সৌমিক ঘোষ
বছর সাতেকের একটি ছেলে ভয়ে কুঁকড়ে এক যুবক ও একজন প্রৌঢ়াকে জড়িয়ে ধরে আছে । ব্যস্ত কলকাতা হাইকোর্টের দোতলার বারান্দা । 'চলো আমাদের সঙ্গে' – ছেলেটির হাত ধরে টানে এক মহিলা । ছেলেটি চিৎকার করেই বলে – 'আমি মায়ের সঙ্গে যাবো না , বাবার কাছে ঠাম্মীর সঙ্গে থাকবো' । অম্লান ও আরুষীর ১০বছরের বিবাহিত জীবন । তুতান তাদের ছেলে । অফিসের কাজে অম্লানকে মাঝে মাঝে ট্যুরে যেতে হয় । সন্দেহ , পরকীয়া -মামলা । আরুষী বধূ নির্যাতন , পারিবারিক হিংসার মামলা করে । সংসার দু টুকরো – আরুষী ও অম্লান যে যার নিজের বাড়িতে । ম্যাজিস্ট্রেট রায় দেন তুতান অম্লানের কাছে থাকবে । আরুষী আবার জেলা আদালতে মামলা করে । মায়ের আবেদন মঞ্জুর হয় । অম্লান আবার হাইকোর্টের দ্বা্রস্ত হয় । আইনজীবীদের সওয়াল – জবাব এজলাসে চলে । প্রকাশ্যে তাদের মত – দম্পতি বিষয়টি মিটিয়ে নিন । কিন্তু অম্লান ও আরুষী অনড় । বিচারপতি দুজনকে ডেকে নিজের চেম্বারে বলেন – হঠকারি সিদ্ধান্ত নেবেন না । ছেলের কথা ভাবুন । একটু একে অপরকে সময় দিন । একসঙ্গে আবার সংসার শুরু করুন । অম্লান আরুষীর দিকে তাকায় । পরে বিচারপতি অনিল কুমার দে রায় দেন যে অম্লান তুতান ও আরুষীকে নিয়ে তার বাড়িতে ফিরে যাবে । শোনামাত্রই আরুষী চিৎকার করে 'না' বলে ওঠে । এজলাসের বাইরে উকিলের সঙ্গে ঝগড়া করে । উকিলের আবেদন অনুযায়ী একদিন পর রায় বদলায় – আরুষীর কাছে এক রাত তুতান থাকবে । তারপর সবাই একসঙ্গে অম্লানের বাড়িতে যাবে । আরুষী ও তার মামা আদালতের নির্দেশ বলবৎ করতে গিয়েই বিপত্তি । তুতান যাবে না । তুতানের চিৎকারে বাড়ি যেতে গিয়ে ঘুরে তাকান অনিলবাবু । এক লহমার অপেক্ষা । নিজের চেম্বারে তুতানকে একা ডাকেন । অম্লান বলে – যাও , কোন ভয় নেই । তুতান জানায় – দুপুরে মা ঘুম পাড়িয়ে দিত । যেদিন ঠাম্মী পাশের বাড়ি যেত তখনই একটা কাকু আসত । আওয়াজে একদিন ঘুম ভাঙ্গে । দোতলার ঘরের দরজার ফাঁক দিয়ে দেখি মায়ের জামা খোলা। কাকুর হাতে মোবাইল । পা লেগে ব্যাট পড়ে যায় । মা ঐ অবস্থায় আমাকে ঠেলে সিঁড়িতে ফেলে দেয় , কাকু সিগারেটের ছ্যাঁকা দেয় । মা গলা টিপে ধরে ধমকায় – বাবাকে বললে মেরে বাড়ি থেকে বার করে দেবো । ঐ মাকে চাই না ।
==============================
সৌমিক ঘোষ
৬৭/জি ; জি.টি.রোড (পশ্চিম)
শ্রীরামপুর – ৭১২ ২০৩ , হুগলী .
আ লা প ন - ৮১০০১৭৪৩৬০
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন