ক্লান্ত নীরবতা
আশিস ভট্টাচার্য্য
তোমার নীরবতায় বড় কষ্ট পাই
অনেক পুরোনো স্মৃতির আক্রমণে বারবার বিধ্বস্ত হতে হতে
ভুলে যাবার অভিনয় করতে বড় ক্লান্ত আমি।
শহরের গলিপথে ঘুরতে ঘুরতে অজস্র লোকের ভীড়ে মিশে গিয়ে
নিজেকে হারিয়ে ফেলার ব্যর্থ চেষ্টা শেষ হলে মনেপড়ে
আমার শত আবেদনেও ভেসে আসে তোমার হিরণ্ময় নীরবতা।
তোমার সুখের নীড়ে হাত বাড়াব না।
আমি কেন এখনো বাঙময় আছি তোমার
হিম শীতল নীরবতার স্পর্শ মেখে আজো অপেক্ষায় আছি ।
_________________________
আশিস ভট্টাচার্য্য
শান্তিপুর, নদীয়া।
মোঃ 6295300585
No comments:
Post a Comment