মুহুর্তগুলো
প্রতীক মিত্র
সকাল যখন অবিকল বন্ধুর মতন
নির্ভরতায় চেনায় মাটি সময় নিয়ে,
ফেরিওয়ালার ডাকে সম্মোহন
স্মৃতি শৈশবে যায় গড়িয়ে।
মাথার উপর নীল আকাশ অরাজনৈতিক
দাবী দাওয়া বিশেষ কিছুই নেই তার,
স্বপ্নগুলো ছোঁয়ার বাসনায় অনৈশ্বরিক
মেঘ-বারিশ-শূন্যতায় সমার্থক শুধুই ভালবাসার।
প্রবণতা সেখান থেকে নেমে চার দেওয়ালে
আরো কিছু ইতিবাচক জড়ো করতে তৎপর খুব।
আলোর জন্য রইলো পরিসর, সে যেই দিলো ডানা মেলে
মুহুর্তগুলো অবসর ছেড়ে প্রয়াসে একসাথে ডুব।
===================
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ, ভারত
ফোন:8902418417
মেইল:mitprat@gmail.com
No comments:
Post a Comment