কবিতা ।। মেয়েটি নদী হতে চেয়েছিল ।। সুজিত কুমার মালিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। মেয়েটি নদী হতে চেয়েছিল ।। সুজিত কুমার মালিক



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

মেয়েটি নদী হতে চেয়েছিল

 সুজিত কুমার মালিক

মেয়েটি বৃষ্টি ভালবাসত খুব
কোন কিছু না বুঝেই,
প্রাণোচ্ছল ঝর্ণার মতো দুহাত জুড়ে
উজাড় করা খুশির ছোঁয়ায়
আপন করতে চেয়েছিল পৃথিবী।
কয়েক পশলা বৃষ্টি অথবা
কিছুটা বরফ গলা জল--
এই ছিল তার চাওয়া।
পাহাড়ের বাধা অতিক্রম করে 
দুর্নিবার গতিতে ছুটে যাবে মোহনায়,
অববাহিকা আর ব-দ্বীপে
কিছুটা স্মৃতি জমা করে ।
নদীমাতৃক মন ভেজাতে
কোনো আকাশ মেঘলা হবে,
তাদের নামেই রেখে যাবে
উত্তরাধিকারের পরিচয়।
আজও বৃষ্টি জুড়ে মন কেমনের সুর
অন্তর্বাহিনী স্রোতে দুকূল ভাসে।
বাধার পাহাড়ে গতিহীন স্রোতস্বিনী
এক দিন নদী হতে চেয়েছিল।

===================

 
সুজিত কুমার মালিক
মইখন্ড, হেলান, আরামবাগ, হুগলী
পিন:৭১২৪১২
মো:৯৬৩৫৪২৪৬৯২

No comments:

Post a Comment