কবিতা ।। গল্পের স্পর্শ ।। তনুশ্রী গুহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। গল্পের স্পর্শ ।। তনুশ্রী গুহ


গল্পের স্পর্শ

তনুশ্রী গুহ


হ্যাঁ, আমি গল্প লিখি তোমার আবেগের স্পর্শে,

হয়ত তোমার আহুতির সোপানে। 

একাকিত্বে তোমার গল্প আমাকে নব সূচনার উন্মত্ততা জোগায়,

আমি সেই পলাশের বনে গল্পের মাধুর্যকে খুঁজে বেড়াই।

জানি তুমি আজ দূরে, বহুদূরে,

তবুও আমাদের দেখা হয় গল্পের প্রান্তরে।

ভালো রাখা আজ বড্ড আবদারের সোহাগি, 

তাইতো আমি আজ তোমার আবেগে আবেগি।

আপ্লুত মন জোগায় এক অজানা তৃপ্তি, 

মনের খোঁজ কেইবা রাখে গল্পেরাই আজ ব্যতিক্রম।

মনের আঘাতের ক্ষত-বিক্ষত স্থান আজ ভালোবাসার মলমে সেরে ওঠে, 

কেইবা বোঝে ভালোবাসাই আজ মনের ওষুধের শিরোনামে!

তোমার গল্পের পরিপূর্ণতা আমার জীবনের আঙিনায়, 

ভালোবাসা আজ ভালো রাখার অপরুপ মহিমায়।

ধীর আজ গল্পের গতি, ধীর গল্পের স্পন্দন,

তোমার- আমার গল্পে হোক ভালোবাসার মেলবন্ধন।
 
===========
 
 
 
 
 

No comments:

Post a Comment