চাদর টানটান বালিশও
দেরাজ বইয়ের টেবিল আসবাব
ঝকঝকে ঘর
আয়োজন আয়োজন আয়োজন
লোকজন হৈ হৈ
মনের কোণে বসত করে গানও
সুরের মুহুর্মুহু আলোড়ন
ধারাপাত ভালোবাসা উজ্জ্বল একঝাঁক
হাতের রেখা ব্যাকরণ পাটিগণিত সব ভুল
তবুও সুর মুখ আর মানুষের আবেদন
আলো হাওয়া ঘুরঘুর ঘরে শান্ত মিছিল
সব সব সব ঠিক
ঠিক আছে বলতে বলতে ভাবতে ভাবতেই
আলো নিভে গেলে
সংগ্রাম জেগে ওঠে সংগ্রাম
আলো জ্বালানোর
আবার আলো জ্বলে ওঠার আগে পর্যন্ত
-----------------------
পলাশ দাস
ঋষি অরবিন্দ সরণি
সরকার বাগান
উত্তর পূর্ব -ন পাড়া
থানা -বারাসত
কলকাতা -700125
মো: 7278107288
No comments:
Post a Comment