কবিতা ।। কৌশলী ।। জগবন্ধু হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। কৌশলী ।। জগবন্ধু হালদার

             














তড়িঘড়ি দাগ মুছে কেতন ওড়ানো হলো, জড়ো হলো
প্রভুর আদেশে ছোট, বড়ো, হাফ-ফুলেরা মাঠময় যারা সিদ্ধ নর
মিশে যেতে পারে সহজ ভাদ্দুরে স্রোতে দৈবমধু লোভে
যুগ্ম-অযুগ্ম ফুল, অনুপম ভাষ আর সঙ্গত হুল্লোড়ে মেতে গেল 

ফোকলার আকর্ণ আনন্দে  ঢিপঢিপ করে বুক শালিকের
ডানায় ও বুকে পেলব প্রলেপ এসেছে মেয়েটির সবে
যেকোনো সন্ধ্যায় দুয়ারে দাঁড়াতে পারে ঘাগু হিতৈষী
যেকোনো ফাঁকে গলায় ঢুকে যেতে পারে টোপ
যেকোনো উজানে ভেসে যেতে পারে গন্ডি সুদ্ধ গোটারাত


বশ্যতাই নির্বিকল্প কৌশল মেনে 
ছাপোষা জীবন
ঠিক্কেন দুপুরে চাল বাছে, একমনে আর
ঘরপোড়া আলোয় পরষ্পরকে খুঁজে আগলে রাখে পুঁটলির ভিতরে মান্দাস ও এপিক

কে জানে কখন বাঁচায় কোনটি বিপদে......

=========================

জগবন্ধু হালদার 
ধনপোতা, মগরাহাট, দঃ ২৪ পরগনা 



No comments:

Post a Comment