কবিতা ।। হৃদয় ।। সুনন্দ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। হৃদয় ।। সুনন্দ মন্ডল

 হৃদয়

 সুনন্দ মন্ডল


দুঃখের পরিধি যতই বাড়ে
বিষণ্নতা ততই ঘিরে ধরে মনকে।

সুখের পরিধি যত বাড়ে 
আকাশ হতে পারি সাথে।

হৃদয় তো ছোট্ট কুঁড়ে
সুখ আর দুঃখের খেলাঘর।

শুধু মন বোঝার মতো আরেকটি মন লাগে
তবেই একবুক দুঃখ নিয়েও সুখ ছোঁয়া দেবে।
              ----------$-----------

                 চরণ পিয়াসী
                 ‎      সুনন্দ মন্ডল

তোমার দিকে তাকালেই চোখে জল আসে
তোমার কষ্টে ভাসে বুক।
তোমার জন্য খাটি সারাদিন, সারাক্ষণ
তবুও পাই না একটু সুখ।

ভালোবাসার ঘরে বিশ্বাস গেছে মরে
হৃদয় টুকরো হয়েছে।
কান্নার স্রোতে ভেসে যায় স্মৃতি
ক্লান্তিতে মাথা নুইয়েছে।

তুমি প্রেম, তুমি মমতাময়ী স্নেহদাত্রী
তোমার চরণে জানি সুখ।
সে চরণ নিয়েছ সরিয়ে কোন অপরাধে?
ক্ষমা করে দিও সব ভুলচুক।
 
             ----------$----------
 
 
কাঠিয়া, মুরারই, বীরভূম
8637064029

No comments:

Post a Comment