কবিতা ।। ভালোবাসি ।। পারমিতা রাহা হালদার (বিজয়া) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। ভালোবাসি ।। পারমিতা রাহা হালদার (বিজয়া)

ভালোবাসি

পারমিতা রাহা হালদার  (বিজয়া)























একটা আদুরে রাত স্বপ্নে ঠাসাঠাসি দুই জোড়া  চোখ,
জ্যোৎস্না মাখামাখি আলটুসি উঠোনে স্মৃতির ঝাঁপির শোক। 

অভিমানে নিভে যায় ঝাড়বাতি ফের ভোর হতেই ব্যস্ত তুমি আমি....

তৃষাতুর চোখ চঞ্চলতা লুকিয়ে সেই উদ্বেগ  নীরব হাসি,
ঈশান কোণে আঁধার কালো বুকে তোলপাড়িয়ে বলি ভালোবাসি।

মান-অভিমান আদর বাঁচুক চুমে ফের ভোর হতেই ব্যস্ত প্রভাতে নতুন সকাল আঁকি...

মুষলধারায় কান্না নামে আধ ভেজায় নীল শাড়ি,
তোমার বুকের উষ্ম ওম গরম আঁচে রূপকথায় পাড়ি।

অভিমান মাপুক মোমের নীরবতা জ্যোৎস্না রাতে আকাশ কুসুম ভাববো সারারাত...

মিলনবেলা জড়িয়ে সাঙ্গ বুকে ভেজা ঠোঁটে ঠোঁট, শিহরণ!
সিক্তদেহে উষ্ণতাদের ভিড় সোহাগ মাখি 
হৃদয়পুরে হারাবো দুজন।

স্বপ্নের দেশে হারাবো দুজন শূন্যতারই বুকে ফের ভোর হতেই ব্যস্ত নীড়ের  ঠিকানাতে...

No comments:

Post a Comment