কবিতা ।। অঞ্জনা দেব রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। অঞ্জনা দেব রায়



 

 

 

 

 

 

 

রাজডাঙার  খেলার মাঠটার দিকে ছেলেরা অবাক হয়ে তাকিয়ে আছে

মাথার উপরে খোলা আকাশ , আকাশে কোনো প্লেন নেই

বিকেল সাড়ে চারটা হলো , পায়ে কোনো বল নেই , দৌড়ানো নেই

করোনার লকডাউনের জন্য সমস্ত জীবনযাত্রা জবুথবু

প্রধানমন্ত্রী , মুখ্যমন্ত্রীদের  বাধা নিয়মের বাইরে তাকানো বারণ

 

সমস্ত বিক্রেতেরা মাথায় হাত রেখেছে

চারিদিকে বিছানো ত্রাস আর সতর্কতা

যেন আতঙ্ক এসে বসেছে ঘরে ঘরে

মুখোশে ঢাকা মানুষ দূরত্ব বজায় রেখেছে

পুলিশ গাড়ির বাঁশি বেজেছে , পালাও পালাও রব

 

দুঃসময় এখন আরও করুণ হতে চায়

অজস্র চৈতন্যের আলো চূর্ণ চূর্ণ হয়ে যায় আতঙ্কে

তবু চোখের আলোয় পুরনো স্মৃতিটুকুকে যত্ন করে ধরে রাখা

দুশ্চিন্তার ঝড় নিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি

ঘুম ভাঙিয়েছি , সোনালী সকালে সুদিনের খবর আসবে

শুনবো শুধু পুরো পৃথিবীটা সুস্থ আছে, মহামারী ঝড় থেমে গেছে

 

 ======================

 

অঞ্জনা দেব রায়

৫৫৩ , পি মজুমদার রোড

                   কলকাতা৭৮

 

No comments:

Post a Comment