আঁখিতে আঁখিতে তোমার বইছে মেঘ
এমন করেই বোঝাও বুঝি তোমার জেদ?
ঝরবে যখন বৃষ্টি হয়ে
কাঁচিয়ে রেখে দেয় কেউ ,
জলের ফোটা গুলো এক করে ।
তুমি তো অভিমান করো দিন দুপুরে
তোমার অভিমানের কেউ ধার ধারে?
নাকি নিজেই অভিমান হও ,
নিজেই ভুলে যাও
উল্টে আগলে রাখো তারে ?
তুমি যেমন স্বপ্ন বোনো ,
সে কি স্বপ্নের রাজপুত্তুর হয় কখনো?
নাকি শুধু একাই থাকো ,
রাজপুত্তুর হীন রাজনগরে ?
No comments:
Post a Comment