কবিতা ।। সোমনাথ মুখার্জ্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। সোমনাথ মুখার্জ্জী


অসংলগ্ন

সোমনাথ মুখার্জ্জী


সে দিনের 
সেই মোহময় সকাল
তোমার মনে
যে ছবি মন ক্যামেরায়
আজও সেভাবে
প্রকাশিত হল না,
আমাকে কত বাহুল্য দিনের মত
অবাস্তব
কল্পনায় ভাবাল-
সে কথার 
কৈফিয়ত,
তোমাকে করল পর।
অসংলগ্ন এ কবিতার
ভাবার্থ, গ্রহণ কোরো না তুমি, 
অনুভবের আশায় 
অলস মূহুর্ত এঁকো।
 
==================

 
সোমনাথ মুখার্জ্জী
১৬৪/১৮, ব্রজমণি দেব‍্যা রোড,
বেহালা, কলকাতা-৬১
মুঠোফোন-৯৮৩০৪৮৯৯২১


  

No comments:

Post a Comment