কবিতা ।। অচিন্ত্য কুমার ধাড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। অচিন্ত্য কুমার ধাড়া

দামাল ছেলে

অচিন্ত্য কুমার ধাড়া


বাংলা মায়ের দামাল ছেলে 
নজরুল কবি, 
দীন দু:খিনী কুলির চোখে 
হয়ে আছ রবি। 

গানের ভাষা যোগায় আশা 
সর্ব হারার জনে, 
বিদ্রোহী র দাবানলে 
পোড়ে শাসক মনে। 

সাদা চামড়ার ব্যাভিচারে
রক্তাক্ত দেশ মাতা, 
গর্জে উঠে কবির কলম 
জাগে ভগিনী ভাতা। 

জাত পাতের নেই প্রভেদ 
সাম্যের বার্তা তার, 
বিপদ এলে প্রতিকারে
হও হুঁশিয়ার। 

তোমার তরে পরাণ কাঁদে 
হে বীর সন্তান, 
কবিতা ছড়ায় গানে প্রাণে 
থাকো চির অম্লান। 
 
================

 
অচিন্ত্য কুমার ধাড়া
সাহাচক আমতা হাওড়া পশ্চিমবঙ্গ। 
9830378864 


No comments:

Post a Comment