কবিতা ।। নস্টালজিয়া ।। শান্তনু গুড়িয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। নস্টালজিয়া ।। শান্তনু গুড়িয়া

 নস্টালজিয়া

 শান্তনু গুড়িয়া


 সঙ্গীহীন এক একটা সন্ধ্যা
 মাথা ঝিম
 মিথ্যে মিথ্যে ভাবে
 টুকরো টুকরো কিছু
           ধ্বনি ও দৃশ্য
 অ্যামনেশিয়া আক্রান্ত
 পুরাতন ফ্রন্টাল লোব বেয়ে
 উঠে আসে একটা নির্জন হাইওয়ে
 ঝিরঝির বৃষ্টিতে
 সেইসব শিহরিত দুপুর
 অশ্লীল গল্পগাছায় হাবুডুবু খায়
                তরল গরলে
 নিম্নচাপ গাঢ় হতে থাকে
 আর ফ্লাইং সসারে চেপে
 চক্রাকারে
 আমাদের বেপরোয়া উড়ান
 রক্তে আগুনধরা নেশা
 এবং ভুলভাল গান
 উপমহাদেশীয় উন্মাদনায়
 সকল লেথার্জি ভুলে
 দুই বাহু তুলে ঝিঙ্কু নাচ
 অফুরান এনার্জি
 স্তনবতী  বালিকারা
 ধরা দেয় হেসে
 ছোঁয়া দেয় নিখুঁত ধোঁয়ার রিং-এ
 এবং একদিন সত্যি সত্যিই
 আশাতীতভাবে উদ্দাম
 আমরাও যুবক ছিলাম |   

=================


শান্তনু গুড়িয়া
হাওড়া 
 

No comments:

Post a Comment