অণুগল্প ।। ওই মাকে চাই না ।। সৌমিক ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

অণুগল্প ।। ওই মাকে চাই না ।। সৌমিক ঘোষ




ওই মাকে চাই না

সৌমিক ঘোষ

 

বছর সাতেকের একটি ছেলে ভয়ে কুঁকড়ে এক যুবক ও একজন প্রৌঢ়াকে জড়িয়ে ধরে আছে । ব্যস্ত কলকাতা হাইকোর্টের দোতলার বারান্দা । 'চলো আমাদের সঙ্গে' – ছেলেটির হাত ধরে টানে এক মহিলা ।  ছেলেটি চিৎকার করেই বলে – 'আমি মায়ের সঙ্গে যাবো না , বাবার কাছে ঠাম্মীর সঙ্গে থাকবো' । অম্লান ও আরুষীর ১০বছরের বিবাহিত জীবন । তুতান তাদের ছেলে । অফিসের কাজে অম্লানকে মাঝে মাঝে ট্যুরে যেতে হয় । সন্দেহ , পরকীয়া -মামলা । আরুষী বধূ নির্যাতন , পারিবারিক হিংসার মামলা করে । সংসার দু টুকরো – আরুষী ও অম্লান যে যার নিজের বাড়িতে । ম্যাজিস্ট্রেট রায় দেন তুতান অম্লানের কাছে থাকবে । আরুষী আবার জেলা আদালতে মামলা করে । মায়ের আবেদন মঞ্জুর হয় । অম্লান আবার হাইকোর্টের দ্বা্রস্ত হয় । আইনজীবীদের সওয়াল – জবাব এজলাসে চলে । প্রকাশ্যে তাদের মত – দম্পতি বিষয়টি মিটিয়ে নিন । কিন্তু অম্লান ও আরুষী অনড় । বিচারপতি দুজনকে ডেকে নিজের চেম্বারে বলেন – হঠকারি সিদ্ধান্ত নেবেন না । ছেলের কথা ভাবুন । একটু একে অপরকে সময় দিন । একসঙ্গে আবার সংসার শুরু করুন । অম্লান আরুষীর দিকে তাকায় । পরে বিচারপতি অনিল কুমার দে রায় দেন যে অম্লান তুতান ও আরুষীকে নিয়ে তার বাড়িতে ফিরে যাবে । শোনামাত্রই আরুষী চিৎকার করে 'না' বলে ওঠে । এজলাসের বাইরে উকিলের সঙ্গে ঝগড়া করে । উকিলের আবেদন অনুযায়ী একদিন পর রায় বদলায় – আরুষীর কাছে এক রাত তুতান থাকবে । তারপর সবাই একসঙ্গে অম্লানের বাড়িতে যাবে । আরুষী ও তার মামা আদালতের নির্দেশ বলবৎ করতে গিয়েই বিপত্তি । তুতান যাবে না । তুতানের চিৎকারে বাড়ি যেতে গিয়ে ঘুরে তাকান অনিলবাবু । এক লহমার অপেক্ষা । নিজের চেম্বারে তুতানকে একা ডাকেন । অম্লান বলে – যাও , কোন ভয় নেই । তুতান জানায় – দুপুরে মা ঘুম পাড়িয়ে দিত । যেদিন ঠাম্মী পাশের বাড়ি যেত তখনই  একটা কাকু আসত । আওয়াজে একদিন ঘুম ভাঙ্গে । দোতলার ঘরের দরজার ফাঁক দিয়ে দেখি মায়ের জামা খোলা। কাকুর হাতে মোবাইল । পা লেগে ব্যাট পড়ে যায় । মা ঐ অবস্থায় আমাকে ঠেলে সিঁড়িতে ফেলে দেয় , কাকু সিগারেটের ছ্যাঁকা দেয় । মা গলা টিপে ধরে ধমকায়  – বাবাকে বললে মেরে বাড়ি থেকে বার করে দেবো ।  ঐ মাকে চাই না । 

 

============================== 


 

 

সৌমিক ঘোষ

৬৭/জি ; জি.টি.রোড (পশ্চিম)

শ্রীরামপুর – ৭১২ ২০৩ , হুগলী .

আ লা প ন - ৮১০০১৭৪৩৬০  



No comments:

Post a Comment