কবিতা ।। উটের পিঠে উঠেছে দেশ ।। জীবনকুমার সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। উটের পিঠে উঠেছে দেশ ।। জীবনকুমার সরকার




উটের পিঠে উঠেছে দেশ 
জীবনকুমার সরকার 


অনির্বাণ চিতায় জ্বলছে দেশ

শ্মশান আর কবরে অপেক্ষায় 

বসে আছে আপাতত নতুন ভারত। 


থোকা থোকা মানুষের লাশ ভাসে গঙ্গায়

দিল্লি বিবৃতিতেই ফোঁটাচ্ছে স্বদেশপ্রেম 

উটের পিঠে উঠেছে দেশ-------


বাতাসে অতিমারি 

হাসপাতালে মারামারি 

বাইরে খুন 

মৃত্যু সহযাত্রী 

মানুষ দাঁড়াবে কোথায়? 


এই কি আমার দেশ 

এই কি সেই ভারত 

লাশের পর লাশ------ 

আর মৃত্যুর গন্ধ মেখে 

বসে আছে উন্নয়নের বাঁশি। 


--------------------------------------------


জীবনকুমার সরকার

৩ নং গভ. কলোনী 

ইংরেজ বাজার 

মালদা 

৭৩২১০১

মো: 9434818523



No comments:

Post a Comment