কবিতা ।। খেয়ালী খাম ।। শুভজিৎ দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। খেয়ালী খাম ।। শুভজিৎ দাস

খেয়ালী খাম

 শুভজিৎ দাস

" টুপ টাপ খই তুলে নিয়ে ফেলি খামের অতল 
কিনারে, 
ফেরিওয়ালার ঘুমভাঙানি চিৎকার 
ডানা মেলে উড়ন্ত পথে ,
ঘুম ভাঙে হৃদপিন্ডের অবকাশে 
মেঘলা মুখ তখন চেয়ে থাকে, জানে সে এ ঘরে চা ফোটার অধিকার নেই ;
নিছকই এটা শহর এক নাম না জানা 
নাটকের প্রেক্ষাপট , 
অজানা সিনেমার কোন ক্যামেরার আঙ্গেলের 
কোন পটভূমি;
অভিনয় রয়ে যায় মাটির অবতালে 
সংকীর্ণ শরীরের আঁধারে ‌।

সেই মেঘলা মুখো শরীর হয়তো বা 
শাখাপ্রশাখা যুক্ত মানুষের হাসির কাব্যগ্রন্থ,
ডুবে থাকা খেয়ালি খামের প্রান্তারে! "
           
 
=====================


 
Subhajit Das
167, G.T Road, Sheoraphuli, Dist - Hooghly, Pin-712223, P.O.- Sheoraphuli, P.S- Srerampure  


No comments:

Post a Comment