কবিতা ।। অতীত ।। সুবীর হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। অতীত ।। সুবীর হালদার


অতীত

সুবীর হালদার

 
কেমন আছি
কি হবে জেনে? 
বেঁচে আছি এটুকু বলতে পারি
জীবন যায় নি থেমে। 
রক্ত মাংসের এক জীবন্ত লাশ
সম্পর্কের দায় নেই, 
না আছে নতুন করে হারানোর শঙ্কা
আছে পুরনো জ্বালা যন্ত্রনা
আর তোমরা দেওয়া একরাশ প্রতিশ্রুতি। 
স্মৃতি গুলি আজও পিছু ছাড়েনি
জীবন্ত তোমরা শাসন বারন
এক প্যাকেট সিগারেট এক দিন যায়
একলা বদ্ধ ঘরে আমার জ্বালা নিবারণ। 
মনে পড়ে সেদিন বারোই ফেব্রুয়ারি? 
নেই বুঝি! 
না থাকাটাই শ্রেয়
তোমার ভাবনায় নতুন এসেছে
আমার ভাবনায় তুমিই আজও প্রিয়। 
সেদিন প্রথম দেখা আলাপচারিতা
কথা দিয়েছিলে পাশে থাকবে
তুমি কথা রেখেছো স্মৃতি হয়ে। 
সেদিন যে দোষে হাত ছাড়লে
আজ সে দোষ একটি চাকরি মুছেচে। 
বেশ আছি ইচ্ছে শূন্য কঙ্কাল হয়ে
সব কিছু এক অজানা ঝড় বদলে দিলো 
জীবন পাতাগুলি এলোমেলো হয়ে গেছে। 
যতদিন গেছে আমি পুরাতন তোমাতে
তুমি নতুন হয়েছো আমাতে। 
থাক সে সব কথা
অনেক রাত হলো এবার শুতে যাও
বর্তমান নিয়ে ভালো থেকো
অতীতকে না হয় ভুলে যাও।

====================


সুবীর হালদার
নাজিরা পাড়া,কৃষ্ণনগর নদীয়া। 
পিন- 741101


No comments:

Post a Comment