কবিতা ।। ভগ্নহৃদয় ।। মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। ভগ্নহৃদয় ।। মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল


ভগ্নহৃদয়

মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল

মোরা অসহায়
নীড় হারা পাখির মত
ঘুরি পথে  পথে।
ভগ্ন হৃদয় চোখে অশ্রু
বুকে স্বজন হারানো যন্ত্রনা 
ত্রান শিবিরে ঠাই।
দুর্যোগে সব-ই-ভগ্নপ্রায়।
মনের ব্যাথা লয়ে
ভগ্ন আবর্জনার স্তূপ ঠেলে
খুঁজি শেষ সম্বল টুকু।
গড়বো মোরা ঘর গ্রাম শহরে
চোখের অশ্রু মুছে মুছে।
ফোলায়ে সোনার ফসল
ভোলাব মনের ব্যাথা
অন্ন তুলে দিয়ে
মানব জাতির মুখে মুখে।
ভগ্ন হৃদয়ের ব্যাথা ভুলে
ফিরবো মোরা হাসি মুখে
ছোটো বড়ো নিজ ঘরে।
যেমনে বানায় পাখিগুলো গ্লানিভুলে 
কিচির মিচির গান করে
নিজ ঘর।

=========

 
মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল 
 গ্রাম -ভাবতা পোস্ট,- ভাবতা থানা -বেলডাঙ্গা জেলা - মুর্শিদাবাদ পিন 742134 

No comments:

Post a Comment