দুটি কবিতা ।। নৃপেন্দ্রনাথ মহন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

দুটি কবিতা ।। নৃপেন্দ্রনাথ মহন্ত


লক আউট ইস্কুলে


সেই যে একদা এপ্রিলে 
দুই পাখি মেরে এক ঢিলে
বন্ধ ইস্কুল

এক পাখি ডানা ঝাপটায় 
এক পাখি বসে খাবি খায়
কে জানে কার ভুল!

এটা তো ছুটির মাস জুন
তোমাদের কেন মুখ চুন
ছুটি কোথায় গেল?

ছোটদের নেই হুটোপুটি 
ইস্কুল খোলা আর ছুটি
কি করোনাই খেল?

চলে না তো ইস্কুলবাস
ইস্কুলে করোনা আবাস
কোয়ারান্টাইন 

আমাদের কাটেনা সময়
পড়া নেই, খেলা নেই, ভয়
কোভিড-আইন।

লক ডাউন অবসান হয়
লক আউট দীর্ঘ সময়
ক্লাসরুমে তালা

ভোট হয়,জনসভা হয়
মেলাতেও আপত্তি নয়,
ইস্কুলেই জ্বালা!
 
 

আমরা ছাত্ররা



আমরা তো পড়ুয়া কেবল
কেউই দেশের নাগরিক নই
আমরা শুধু ভবিষ্যৎ
আমাদের তো ভোটাধিকার নেই। 

আমাদের ইস্কুল নেই 
আমাদের পরীক্ষাও বাতিল
আমাদের ভ্যাক্সিন নেই 
আমাদের কান নিয়ে গেছে  চিল।

আমাদের মোবাইল নেই
আমাদের অনলাইন ক্লাস 
আমাদের লাইনে ট্রেন 
মাল বয়, নয় মানুষের দাস।

পড়াশুনা খেলাধূলা নয়
এসো, ঘরে বসে আঙুল চুষি
আমরা সুস্থ থাকলেই 
সব মাতাপিতা সরকার খুশি। 
 
**************************
 
 
Nripendranath Mahanta 
Vill. & Post-HEMTABAD 
District -Uttar Dinajpur PIN-733130 
Mobile /WhatsApp No.-8918861003

No comments:

Post a Comment