কিছুই পাইনি জীবনে
তবুও যা পেয়েছি তাই
দিয়েই আঁকি সব পেয়েছি,
নামেই পেরিয়েছি হাঁটু জল
ডুবে যায় স্মৃতি আর রোদ্দুর
এসো নীপবনে হারাই একবার
যেখানে বাতিল স্মৃতির ভিড়
পাশাপাশি বসে থাকি
আমি আর ঢেউ
কিছু অশ্রুত কিছু গুঞ্জন
তরণী হাওয়ার মত
বিকেলগুলো শুধুই হলুদ মলিন ।
=====================
সঞ্জীব সেন
পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড
পোস্ট পানিহাটী
কলকাতা114
7980188285
No comments:
Post a Comment