গোলাপের কাঁটা
মোয়াল্লেম নাইয়া
------০০-----
ছেলেটির সঙ্গে মেয়েটির ফেসবুকেই আলাপ ৷ তারা একে অপরকে ফলো করতো ৷ এমনকি পরস্পরের লেখায় মন্তব্যও করতো৷ছেলেটি মাঝে মাঝে তার ডিপিতে নানান ফুল দিয়ে সাজাত ৷ কখনোবা দু'হাত ভর্তি ফুল নিয়ে বাগানে দাঁড়িয়ে থাকা তার ছবি পাঠাতো৷ মেয়েটি ভাবতো ছেলেটি কতইনা সুন্দর! যে ফুলকে এত ভালোবাসে না জানি তার মনটা কতটা নরম!একদিন ছেলেটি মেয়েটিকে বলল,.. আমাদের কথাও দেখা করলে হয়না?...মেয়েটি রাজি হলো ৷
যথারীতি তাদের দেখাও হল ৷সেদিন ছেলেটি সঙ্গে এনেছিল...ইরানি গোলাপ,আর এক বাক্স ডার্ক চকলেট ৷ মেয়েটি ভীষণ খুশি হলো ৷এভাবে তারা প্রায়ই দেখা করতো আর ছেলেটি নিত্যনতুন হরেক রকমের ফুল নিয়ে মেয়েটিকে উপহার দিত ৷মেয়েটি তার এই ফুলেল ভালোবাসায় দিনকে দিন আত্মহারা হয়ে উঠলো ৷...দিন- মাস-বছর- পার হয়ে যায় ৷ একদিন তারা সিদ্ধান্ত নিলো...এই ফুলেল ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে তারা বিয়ের পিঁড়িতে বসবে ৷ সেই মতো কোনো এক শুভলগ্নে তাদের বিয়ে হয়ে গেল ৷ মেয়েটি এসে দেখল তার বাসরে সেই প্রিয় ফুলগুলো আর নেই, নেই ইরানি গোলাপের পাপড়ির সমারোহ! পরিবর্তে গুটিকয় রজনীগন্ধা আর গাঁদার পাপড়ি ছড়ানো ৷... ভীষণ কান্না পেল তার ৷ অনেক রাতে সেই ছেলেটিকে মেয়েটি জিজ্ঞাসা করল, হ্যাঁগো! আজ এই সুন্দর মুহূর্তে আমার প্রিয় ফুলগুলো কোথায়? ছেলেটি বলল, এতদিন সেই ফুলগুলো বৃন্তচ্যুত করে তোমাকেই তো দিয়েছি প্রিয়া! আজ যে আমার বাগান শূন্য হয়ে গেছে! মেয়েটির মনটা ভরা ভাদরের মতো গুমোট হয়ে উঠল ৷
--------------০০--------------
নাম- মোয়াল্লেম নাইয়া
গ্রাম+পোস্ট- ইমামদ্দীপুর
থানা-ঢোলাহাট
জেলা- দক্ষিণ ২৪ পরগণা
পিন-৭৪৩৩৯৯
ফোন নং-৯৯৩৩১৯৫৭৫৩
No comments:
Post a Comment