Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

অণুগল্প ৷। গোলাপের কাঁটা ।। মোয়াল্লেম নাইয়া


গোলাপের কাঁটা

 মোয়াল্লেম নাইয়া

     ------০০-----

ছেলেটির সঙ্গে মেয়েটির ফেসবুকেই আলাপ ৷ তারা একে অপরকে ফলো করতো ৷ এমনকি পরস্পরের লেখায় মন্তব্যও করতো৷ছেলেটি মাঝে মাঝে তার ডিপিতে নানান ফুল দিয়ে সাজাত ৷ কখনোবা দু'হাত ভর্তি ফুল নিয়ে বাগানে দাঁড়িয়ে থাকা তার ছবি পাঠাতো৷ মেয়েটি ভাবতো ছেলেটি কতইনা সুন্দর! যে ফুলকে এত ভালোবাসে না জানি তার মনটা কতটা নরম!একদিন ছেলেটি মেয়েটিকে বলল,.. আমাদের কথাও দেখা করলে হয়না?...মেয়েটি রাজি হলো ৷
 
     যথারীতি তাদের দেখাও হল ৷সেদিন ছেলেটি সঙ্গে এনেছিল...ইরানি গোলাপ,আর এক বাক্স ডার্ক চকলেট ৷ মেয়েটি ভীষণ খুশি হলো ৷এভাবে তারা প্রায়ই দেখা করতো আর ছেলেটি নিত্যনতুন হরেক রকমের ফুল নিয়ে মেয়েটিকে উপহার দিত ৷মেয়েটি তার এই ফুলেল ভালোবাসায় দিনকে দিন আত্মহারা হয়ে উঠলো ৷...দিন- মাস-বছর- পার হয়ে যায় ৷ একদিন তারা সিদ্ধান্ত নিলো...এই ফুলেল ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে তারা বিয়ের পিঁড়িতে বসবে ৷ সেই মতো কোনো এক শুভলগ্নে তাদের বিয়ে হয়ে গেল ৷ মেয়েটি এসে দেখল তার বাসরে সেই প্রিয় ফুলগুলো আর নেই, নেই ইরানি গোলাপের পাপড়ির সমারোহ! পরিবর্তে গুটিকয় রজনীগন্ধা আর গাঁদার পাপড়ি ছড়ানো ৷... ভীষণ কান্না পেল তার ৷ অনেক রাতে সেই ছেলেটিকে মেয়েটি জিজ্ঞাসা করল, হ্যাঁগো! আজ এই সুন্দর মুহূর্তে আমার প্রিয় ফুলগুলো কোথায়? ছেলেটি বলল, এতদিন সেই ফুলগুলো বৃন্তচ্যুত করে তোমাকেই তো দিয়েছি প্রিয়া! আজ যে আমার বাগান শূন্য হয়ে গেছে! মেয়েটির মনটা ভরা ভাদরের মতো গুমোট হয়ে উঠল ৷
 
                 --------------০০--------------
 
 
 
নাম- মোয়াল্লেম নাইয়া
গ্রাম+পোস্ট- ইমামদ্দীপুর
থানা-ঢোলাহাট
জেলা- দক্ষিণ ২৪ পরগণা
পিন-৭৪৩৩৯৯
ফোন নং-৯৯৩৩১৯৫৭৫৩

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল