কবিতা ।। অমিতাভ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। অমিতাভ সরকার


কঠিন প্রশ্ন


এখন গভীর ঘুম এখানে।
পৃথিবী সে রাত্রির সন্ধ্যায়
পোশাকি পোশাক ছেড়ে জেরবার।
চৈত্র সেলের ছাড় বাজারে।
রোজ ভুলে ছাড় বেশ পাওনা।
কথার আকাশে তুলো এ জীবন।
মাস্কগুলো ধুলো হাওয়া জল খায়।
রোজ তারা বেশ নিচে নামছে।
বেশি নামা নাকচাবি ডগাতে
দোষঢাকা ওঠাপড়া যেভাবে।
তবুও বেহুশ দোষ অধরা।
 শেষে কেউ বেঁচে হেঁচে ফিরবে?


জাগ্রতকালীন হরমোন


রাত্তির একলাই জাগবার।
ঘুম তার রোজ ঠিক নেই তা।
অসুখের বেডে রোজ ঘুমোনো।
রূপকথা জেনে  আজ লাভ নেই।
জানলার ধারে এক ছবিটাই;
কলাপাতা গাছ-বাড়ি ঝিমুনি,
সাদা আলো কালো চুলে দাঁড়িয়ে;
রাত্তির আরো কিছু পেতে চায়।

খোলা আকাশের নিচে বাকিটা,
বন্ধ রয়েছে সব ক্যান্টিন।
মালগাড়ি আলো জ্বালা রাস্তা,
পথে নেমে ভুলে যায় পথকেই।
পৃথিবীর ইস্কুলজীবনে,
শুরু থেকে ট্রেনিং এই চলছে।

আজকাল জীবনের বাকিটা,
ডাক্তার-রোগীতেই সমাহার।
রোজ রাতে রোগীদের এভাবে,
জেগে মরে একলাই বাঁচবার।
বাঁচা যদি না থাকেই কপালে,
চলাচল পৃথিবীর রাস্তায়।
বাঁঁচবার আজ বেশ দরকার।
ঘুমানোটা আজ কিছু বাকি থাক।

========================

অমিতাভ সরকার
আনন্দলোক আবাসন, ফ্ল্যাট ২ ই,১২৭ যশোর রোড, উত্তর ২৪ পরগণা, বারাসাত, কলকাতা-৭০০১২৪ 


No comments:

Post a Comment