কবিতা ।। রশ্মিতা দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। রশ্মিতা দাস



 
 
 
 
 
 
 
 
 
 
 
জ্বলেছে আগুন আত্মাহুতির
গনগনে হাঁড়িকাঠ,
মুখরিত সভা লোকসমাগমে
হরষে ভরেছে মাঠ.
টাটকা না বাসি,দেখে নিতে হবে 
শরীরে কতটা দেবে
এ দিয়ে কি আর ক্ষিদে মেটানোটা
রুচিসম্মত হবে!
যদি এ মাংসে ধরে থাকে পোকা
অথবা নোংরা দাগ,
ঝলসে পুড়িয়ে হোক পরীক্ষা
বিবেক নিপাত যাক...
যাক ভেসে সেই সুকোমল হিয়া,
পতিপ্রেমে চূর জায়া,
আত্মত্যাগে মহিমান্বিত 
নারী তো শুধুই মায়া.
মোহ-সম্ভোগ জারি আছে ভবে
ফণী নয় মণিহারা
সোহাগের টান! সবই খানখান
সকলই যে "দেহে" সারা.
বিগড়ায় যদি একবার সেই 
আস্বাদনের যন্ত্র,
নেই পার,নেই নিস্তার 
নেই টেকাবার কোনো মন্ত্র.
জনসমক্ষে নগ্ন হোক 
সে মর্যাদা সম্ভ্রম,
"ন্যায়" এর আলোয় আলোকিত নিজে
নিশ্চুপ ধরাধাম.......

============

No comments:

Post a Comment