ছড়া ।। বাঁচার আশা ।। রিয়াদ হায়দার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

ছড়া ।। বাঁচার আশা ।। রিয়াদ হায়দার

 মা শীতলার শীতল জল – ৪ নম্বর প্ল্যাটফর্ম
 

বাঁচার আশা

রিয়াদ হায়দার

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 

পুকুর পাড়ে একফালি রোদ
আলোর ঝিকিমিকি,
সূর্যি মামা ছড়ায় আলো
খুশি চতুর্দিকই !

গাছগাছালি পাখপাখালি
ঝলমলিয়ে ওঠে,
সবুজ মাঠে কচি কাঁচা
আনন্দেতে ছোটৈ !

এসব ছবি আর দেখি না
থাকছি ঘরের কোণে,
নতুন সকাল আসবে কবে
ভাবছি মনে মনে !

ভুবন জুড়ে মহামারি
হারিয়ে গেছে ভাষা,
মৃত্যু মিছিল দেখেও তবু
একটু বাঁচার আশা..!
 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

রিয়াদ হায়দার
সরিষা আশ্রম মোড়
পোস্ট - সরিষা
থানা - ডায়মন্ড হারবার
জেলা - দঃ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ,ভারত
ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর- 9609618020

No comments:

Post a Comment