কবিতা ।। এখনো বসন্ত ।। পুনম বোস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

কবিতা ।। এখনো বসন্ত ।। পুনম বোস
















গোধূলির আড়ালে যে কলিটা প্রস্ফুটিত হবে বলে কথা দিয়ে গেছে কোনো এক উৎসব রাতে
সেখানে এখন নিরুদ্দেশ কালের যাত্রা! 
আতর ছড়ানো ঘরের প্রত্যেক কোনে.....
দেরাজে বসন্তের কিছু লেখা চিঠি উত্তর খোঁজে মগ্ন পিপাসায়
অবেলায় নিভে গেছে প্রদীপ গ্রীষ্ম সন্ধায়,--------------
কথা দিয়ে ছিল আগামী বই মেলায় বসন্ত বিলাপের দ্বিতীয় সংখ্যা তুলে নেবে হাতে, 
কিছু যান্ত্রিক কোলাহলে নিম্নগামী আকাশ
বিচ্ছেদের কুচকাওয়াজে ছোরে পলকা দেহ,অন্ত্র আরও যা কিছু.... 
পোড়ে তীব্রতার আতর,পোড়ে বিভৎস মানবিকতা 
পোড়ে সভ্যতার আঁধার আলো!

সন্ধের আড়ালে যে ফুল ফুটবে বলে কথা দিয়ে গেছে কোনো এক উৎসব রাতে সেখানে এখন নৈশব্দের অভিসার!!


============================


Punam Bose 
Netaji Pally, Mohanbati 
Po--Raiganj
Dist-- Uttar Dinajpur 
Pin---733134

No comments:

Post a Comment