শুধু দেখছি,চারদিকে মৃত্যুর মিছিল।
এর শেষ কোথায় কে জানে!
যদিও জানার চেষ্টায় ডুবে আছে কেউ কেউ।
কান্নার থেকে অধিক যে ভাষা,
সে ভাষায় কথা বলছে এই সময়।
পৃথিবীর এই ঘোরতর দুর্দিনে-
কে দাঁড়াবে পাশে আর্তজনের
মানুষ নেই, চারপাশে মানুষের কঙ্কাল ভাসে...
-০-
ঠিকানা:-
সবুজলেন,
নবপল্লী(১২ ফুট),
২২ বিঘা রোড,
জোকা,
কলকাতা-৭০০১০৪
মোঃ-8583957919
তারিখ-০৯/০৬/২০২১.
-০-
No comments:
Post a Comment