ছড়া ।। রঞ্জিত বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 16, 2021

ছড়া ।। রঞ্জিত বিশ্বাস

মাদুলি

রঞ্জিত বিশ্বাস


ট্রেনের টাইম হয় যে কখন
হঠাৎ কেমন করে,
মৃদুল বাবু বুঝলো না আর
ত্রিশটা বছর ধরে।

স্টেশনে ট্রেন ঢুকলে তিনি
ছুটতে ছুটতে আসেন,
কোনো মতে ট্রেনে ওঠেন
সঙ্গীরা সব হাসেন।

সবাই বলেন সময় মতো
ট্রেনটা যদি ছাড়তো,
দাদা তোমার অফিস যাওয়া
কভু হতে পারতো?

মৃদুল বলেন একটা জ্যোতিষ
হাত দেখে ঘাড় নেড়ে,
বললো ট্রেন মিস হবে না তোর
এই মাদুলি নে রে।

জ্যোতিষ বাবার সেই মাদুলি
আছে কোমর এঁটে,
ট্রেন মিস কি আর হয় গো কভু
যতই আসি লেটে?

============

রঞ্জিত বিশ্বাস
চাঁদপুর, নদীয়া
ফোন নং 7908074219

No comments:

Post a Comment