Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

গুচ্ছগাথা ।। অরবিন্দ পুরকাইত




পুষ্প আমার ভালো থাকবে তো, প্রলয়!

       – অরবিন্দ পুরকাইত

১। একা বাসায়
ঘোরা এ রজনীতে বসে ভাবি
সবচেয়ে অপছন্দের পড়শিটিও যদি থাকত কাছে!
আমার অন্তত এমন দুরবস্থা দেখে...

                                             (২৬ মে ২০২০)

২। মাঝে মাঝে থম মেরে ভাবি
কী হল জীবনটা!
বাইরে ভিতরে তেমনই তো ভয়ঙ্কর ঝাপটা
আবার চামরও তো বোলায় অনন্ত!
আমি তো আজ তোমাকেই খুঁজে বেড়াচ্ছি, চামর।

                                            (২৬ মে ২০২০)

৩। সব তো শূন‍্য হয়ে যায় না
তবু রাতারাতি কী ভীষণ রিক্ততা!
একটি দিনের ব‍্যবধানে,
কিংবা হয়তো একটি মুহূর্তের –
তুমি রাজা থেকে ফকির!

                                           (২৭ মে ২০২০)

৪। হায় যন্ত্র মোবাইল, কত না কটূ কথা বলেছি তোমায়!
দুর্দিনে পেলাম টের তুমি ছাড়া মানুষ আজ কত অসহায়!

                                            (২৭ মে ২০২০)

৫। সব বাসা কি দেখা যায়!
দেহ নাকি মন্দির আর সেখানেই ঈশ্বরের আবাস
মনের মাঝেই নাকি মনের মানুষ করেন বিরাজ।
সে দেহ-মনেই ভয়ানক ব‍্যাধি লুকিয়ে কোথায়
বোঝা দায়।

                                             (২৭ মে ২০২০)

৬। কত যে ক্লান্তি জমা থাকে!
রোজকার আলো-বাতাসে চনমনে গাছ তা বুঝতে পারে না
ঝড়ে ধ্বস্ত হলে বুঝতে পারে ক্লান্তি বলে কাকে!

                                             (২৮ মে ২০২০)

৭। এতদিন কাছাকাছি
তবু উন্নাসিক অপরিচয়ই কাজ করেছে কেবল।
এমন করে কাছে ডাকতে পার জানতাম কি
ঝড়ে এভাবে বিধ্বস্ত না হলে!

                                             (২৮ মে ২০২০)

৮। সম্মুখে পথ-বিপথের গোলকধাঁধা অসহ হয়ে উঠলে
একসময় চোখ বুজিয়েই পা বাড়ানো ছাড়া
কী আর করার থাকে বলো!

                                              (২৯ মে ২০২০)

৯। গর্বের জিনিসগুলো কখন যে লজ্জার হয়ে ওঠে!
মুখর মুখে কখন যে আর বাক‍্যটি না ফোটে!

                                              (২৯ মে ২০২০)

১০। হাতের কাছে ব‍্যজন আছে কখন যে যাই ভুলে
নাগালে তো ছিলই নিদান – নিইনি কেন  তুলে!

                                              (২৯ মে ২০২০)

১১। একান্ত নির্ভরযোগ্য সেনাপতি মনে ক‍র যাকে
মুহূর্তের ভুলে
তাকেও কিন্তু চরম হতোদ‍্যম করে ফেলতে পার তুমি।

                                              (২৯ মে ২০২০)

১২। পাঁচ দশকের উপর পৃথিবীতে কাটিয়ে দিলে, বাদল
এমন করে কি নিজেই নিজের যত্ন নিয়েছ কখনো!
এখন রোজ সকালে সন্ধ্যায় দুধ সহযোগে হরলিক্স খাও
মনে রাখ প্রতিদিন একটা ডিমের কথা, কলা কেনো...
মাত্র উনিশ-না-পেরোনো সেনাটা তোমার দারুণ লড়ছে
(লড়াইয়ের মধ‍্যেও সে তোমার শরীর-মনের কথা ভাবে
শরীরে প্রোটিনের যোগানের কথা মনে করিয়ে দেয়)
তার এমন নিরন্তর অদম‍্য লড়াইয়ে ভরসা যোগাতে
প্রৌঢ়-তোমাকে নিয়ত সুস্থ-সবল থাকতে হবে যে!

                                             (৩০ মে ২০২০)

১৩। এ দেহমন্দির নাকি ঈশ্বরের আবাস
এখানেই রোগও যত – শাবাশ, শাবাশ!

                                             (৬ জুন ২০২০)

১৪। দু-বেলা দশ-বারোজনের পাত পড়ত
দুপুরে হওয়া-ভাতে ভিখারি এসে যদি বলত,
'মা, আজ তোমাদের বাড়িতে দুটো খাব' –
ভাবতে হত না।
রাতে রান্নায় দশ-বারোজনটা আদতে দ্বিগুণ হয়ে যেত –
সকলেরই পরের দিনের পান্তা হত যে!
রান্নাঘ‍রের দেওয়ালের পাটাতনে সে হাঁড়ি তুলতে
হিমসিম খেয়ে যেতে হত মায়ের।
তার উপর চাষের-লোকের পান্তা করতে হলে তো...
কখনও কখনও বাবাকে তাই তুলতে বা নামাতে হত হাঁড়ি।

আজ দেখো, একলার জন্যে কেমন রাঁধো ছোট্ট হাঁড়িতে
পাতে উপুড় করে নাও সবটুকু ভাত
কড়া থেকে ঢেলে নাও তরকারিটুকু!

দিনের পর দিন এমন একলা রাঁধবে-একলা খাবে –
কখনো ভাবতে পেরেছিলে, বাদল!

                                                (৬ জুন ২০২০)

১৫। ব‍্যাপারটা কি এমন হয়ে গেল না, অনন্ত,
শিখেছিলাম চু-কিৎকিৎ খেলা,
আমাকে হঠাৎ নামিয়ে দেওয়া হল গলফের মাঠে!

                                                (৭ জুন ২০২০)

১৬। আপাতত সবকিছু ঠিকঠাকই তো মনে হয়
কেবলই কেন যে তবু হায়, ভূমিকম্পের ভয়!

                                                (৮ জুন ২০২০)

১৭। অজান্তে কখন তির কেড়ে নিয়ে
আমাকে যুদ্ধে আহ্বান করছ, অনন্ত!
নগণ্য এক মানুষ আমি, কী করে এঁটে উঠব বলো!

                                              (১৩ জুন ২০২০)

১৮। প্রহরীটি ভাবত কতই না সতর্ক সে!
কতই না আটঘাট বাঁধা তার প্রহরা!
নজর এড়িয়ে শত্রু ঢোকে সাধ‍্য কী!
আপন প্রহরার মাহাত্ম‍্যে আপনিই মশগুল এমন
নিঃশব্দে কখন যে প্রবেশ করল শত্রু, টেরই পেল না!
অথবা পেয়েছিল টের –
নিরীহের ছদ্মবেশে
শত্রুর সপ্রশংস মোসায়েবি মোলায়েম হাসি
আত্মপ্রসাদে আচ্ছন্ন করল তাকে!

                                         (১৬ আগস্ট ২০২০)

১৯। জানি আজন্ম সৈনিকের কড়ারেই এনেছ, অনন্ত।
লড়াইয়ের ফাঁকে ফাঁকে ওই যেটুকু হইহই –
দোহাই, অন্তত সেটুকু থেকে বঞ্চিত কোরো না।
নামেই সৈনিকের বয়সের একটা মেয়াদ রেখেছ
নিজেই তা মানো না হামেশা!
তোমার আর কী,
আদেশ জরুরি বলে দিলেই তো হল!

                                         (২৯ জুলাই ২০২০)

২০। কী যে বল!
সবকিছু কি প্রকাশ-সম্ভব?
ধরিত্রী নিজেই কত কী গোপন রাখে আপন জঠরে!
বুক ঠুকে বলতে পারবে সমস্তকিছুর সন্ধান পেয়েছ!

                                         (২৯ জুলাই ২০২০)

২১। যখন তোমার থেকে পড়ে থাকতে হয় দূরে
দিনের পর দিন
হে আমার পরমপ্রিয় নীড়,
তখনই তুমি এত বেশি করে থাক মনজুড়ে!

                                    (১০ সেপ্টেম্বর ২০২০)

                         *           *           *

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল