Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

গল্প ।। স্মৃতির জানালা দিয়ে ।। শেফালি সর




  সকাল থেকে আকাশের মুখ টা খুব ভার।মাঝেমাঝে বৃষ্টি  হচ্ছে।বৃষ্টির সাথেসাথে ঝোড়ো   হাওয়া  পাল্লা  দিয়ে  বইছে।কদম আর  কেয়া  বনে বাদুলে বাতাস  মাতামাতি করছে।আষাঢ়ের মেঘ তো  নব বরষা ধারায় আহ্লাদিত হয়ে  উঠেছে।জানালার শার্সিতে জলের ঝাপটা।রমা আজ  সকাল থেকে  কেমন যেন  মন মরা হয়ে  আছে,শুধু এদিক ওদিক  ঘুরছে।খাওয়া দাওয়ার শেষে বন্ধ জানালার  পাশে বসে আছে।কতো কথা তার  মনের  তন্ত্রীগুলোকে ছিন্ন ভিন্ন  করে দিচ্ছে।দূরে কারও  বাড়িতে  মাইকে সানাইয়ের শব্দ  শোনা  যাচ্ছে। বিয়ের  মরশুম কিনা তাই।রমার মনে  পড়ে  গেল নিজের  জীবনের  এমনি এক অধ‍্যায়ের কথা।এমনি তো  সানাই বাজছিল  রায় বাড়ির  সদরে।ভাবনার স্রোত  বয়ে  চলে।রমা রায়ের বিয়ে হয়েছিল  স্কুল মাষ্টার  অশোক  সরকারের  সাথে ঠিক  এমনি এক বর্ষাঘন আষাঢ়ে।

    ওদের  এক ছেলে ও এক মেয়ে। বেশ চলছিল সংসার রমরমিয়ে।অশোক একদিন  রমাকে বললো এই দুটো  সন্তান  হল আমাদের  ভালোবাসার  ফসল। এখন  আমাদের  স্বপ্ন এদের  সুপ্রতিষ্ঠিত  করা।তাই নয় বলো? রমা অশোকের  কথায়  সায় দিয়ে  বললো-সত‍্যিই তো। ওদের সবকিছু  গড়ে  দেওয়ার জন্য  আমাদের  সাহায্য  করতে  হবে। ওদের  ভাই বোনের মধ্যে  শুভ বড় আর  মৌলী ছোটো। যথাসময়ে  ওরা বাবা মায়ের  স্বপ্ন পূরণ করে।দুই ভাই বোনই বাবার  মতো ইংরেজি র শিক্ষক  উচ্চ মাধ‍্যমিক স্কুলে।এমন কি ওরা দুজনেই  সংসার  জীবনেও প্রতিষ্ঠিত। অশোক  নিজেও একজন নামী দামী ইংরেজির শিক্ষক।কেমন করে  যেন  দিনগুলো  বয়ে গেল  রমার আজ ভাবতে  বড়ো  অবাক  লাগছে।এর ও বেশ কিছুদিন  পরে  দেখা দিল এক বিষম ব‍্যাধি অশোকের  শরীরে।এ‍্যাজমা নাকি  বংশগত  রোগ ডাক্তার  বলেছে। কিন্তু  বংশে তো এ রোগ  কারও ছিল না।তবে--!এমনি ভাবনাটা  অশোক কে কুরেকুরে খায়। অবশ‍্য ডাক্তার বলেছে -প্রাকৃতিক দুষণের ফলেও হতে পারে। যাইহোক  এটা একটা  নিঃসন্দেহে  মারণ ব‍্যাধি।খুব সাবধানে  থাকতে  হবে।  এমনিই চলছিল  কোনও  রকমে।অশোক নিজের  ভাই বোনের প্রতিও খুব  কর্তব‍্য পরায়ণ ছিল।তবু ও সে কাউকেই  সুখী  করতে  পারেনি।ভাইবোনেরা ছিল সবাই  বেকার। তবুও সে চেষ্টা  করেছে সবাই কে নিয়ে  সুখে থাকার। রমা কিন্তু  প্রায়ই  বিরোধিতা  এর বিরোধিতা  করতো। এজন্য  অশোক  খুব  কষ্ট  পেতো। রমা আজ ভাবছে,এটা সে না করলেই  পারতো!কিন্তু অশোকের  দৃঢ় ব‍্যক্তিত্বের কাছে  রমাকে হার মানতেই  হ'ত। হঠাৎ  একদিন এমনি  আষাঢ়ের  ভোরে অশোক হার্ট এ‍্যাটাকে মারা যায়।শোক সন্তপ্ত পরিবারের  এক মাত্র অভিভাবক  সংসার থেকে চিরবিদায় নিল।
এমনি বুঝি হয় তাদেরই  জীবনে যারা নিজের  চেয়ে অন‍্যকে বেশি  ভালবাসে স্বার্থ  শূণ‍্য হয়ে।রমা আজ ভাবছে-তার জীবনটা আজ বড্ড  খাঁ খাঁ করছে-সেই আসল মানুষটির অভাবে।শূণ‍্য  মনে আজ বর্ষার অনুষঙ্গ যেন তাকে  আরও  বিরহ কাতর করে  তুলছে।আজ রমার আফশোস হচ্ছে  স্বার্থের  জন‍্য সে অশোককে অনেক  ব‍্যথা দিয়েছে।স্মৃতিরা যেন আজ একসঙ্গে  অশ্রুভারে অবনত আষাঢ়ের বর্ষণ সিক্ত প্রহর।স্মৃতির  জানালা দিয়ে  রমা দেখতে পায় অশোকের  লাগানো সব ফলকর গাছ। আম-জাম-কাঁঠালের  বাগান জুড়ে  ফলের  সমারোহ। হঠাৎ  রমা যেন  শুনতে পায়- অশোক বলছে-'আমি তো তোমাদেরি মাঝে এই  সব কিছুর মাঝে ই বেঁচে আছি। তুমি কষ্ট পেয়ো না'।কিন্তু কান্না যেন বেদনার গহ্বর থেকে  উঠে  আসছে।রমার মনেও যেন আষাঢ়ের  বৃষ্টি  ধারা ঝমঝমিয়ে ঝরে পড়ছে।
 
---------------------:-------------------
 
                         শেফালি  সর
                          জনাদাঁড়ি
                         গোপীনাথপুর
                      পূর্ব মেদিনীপুর 
                          ৭২১৬৩৩

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল