Featured Post
ভাষাশহীদদের প্রতি ।। রবিউল ইসলাম মন্ডল
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভাষাশহীদদের প্রতি
রবিউল ইসলাম মন্ডল
ভূলিনি আজো রত্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী
স্মৃতির মণি কোঠোয় আছো মোদের হৃদয় জুড়ি।
ইংরেজরা রাহাজানী করে চলে গেল দেশ ছেড়ে
ঊর্দূভাষী মাথা চাড়া দিয়ে বাংলাকে নেবে কেঁড়ে !
জীবন দিতে ভাষার তরেতে রচে গেল ইতিহাস
তাইতো মোরা বাংলা ভাষায় রাজ্য করেছি পাঠ।
হার্মাদ যত বিদেশীরা বাংলার চক্ষুশূল
জীবিত ছাড়িয়া তাদেরকে করেছি যে বড়ো ভূল।
হাত কড়া আজো হাতে নিয়ে ফিরি বাংলা বিরোধী যারা
লোহার শিঁকলে রূদ্ধ করিয়া ঘোরাবো সকল ধ্বরা।
শির দেশে আজো জ্বলিছে অনল দারুণ ক্ৰোধ মরমে্
হৃদয়ে জাগিলে শহীদ স্মৃতি তনু ভিজে ওঠে ঘর্মে।
আখিঁ বেয়ে ঝরে শ্রাবণ ধারা শিরা উপশিরা টনটন
২১এর স্মৃতি হৃদে জাগিলে মাথা শুধু ঘোরে বন বন।
ওষ্ঠে মোদের হাসির রেখা তোমাদের রক্ত দানে
শহীদ হতে যাওনি সাথেতে রাগে ফুঁসী অভিমানী।
মা ডেকে বলে এরে বরকত কোথা গেলি কোল ছেড়ে
আমি বলি মাগো শত ছেলে তোর রয়েছে স্বদেশ জুড়ে।
চলে গেল যারা হয়নি বৃথা রক্ত ঝরানো ভোর
বুঝিয়াছে সব কাপুরুষ যত বাংলা ভাষার চোর।
----: ---- :----
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন