Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

নিবন্ধ ।। রবীন্দ্রনাথের রাশিয়া ভ্রমণ ।। বিক্রমজিত ঘোষ

রবীন্দ্রনাথের রাশিয়া ভ্রমণ

বিক্রমজিত ঘোষ 


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩০ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়া সফরে যান । তাঁর বয়স তখন ৬৯ বছর। অনেকেই তাঁকে এই বয়সে এতদূর ভ্রমণ করতে বারণ করেছিলেন। কিন্তু কবিগুরু কারোর কথা শোনেননি। সেইসময়ে রাশিয়ার জনসংখ্যা অনেক ছিল। যা দেখে রবীন্দ্রনাথ খুবই অবাক হন। এখানকার সংস্কৃতিকে এখানকার মানুষ অনেক উচাসনে বসিয়েছিলেন। তার সাথে শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে উন্নত মনোভাব দেখে তিনি আরও অবাক হন। তাও তিনি এখানকার গতানুগতিক শিক্ষা পদ্ধতিকে সমর্থন করতে পারেননি। রাশিয়ায় হয় তিনি কোনরকম বড়লোক- গরীব লোক পার্থক্য উপলব্ধি করতে পারেননি। সেখানকার মানুষ কেউ অহংকারী ছিলেন না -- এই অনুভূতি কবিগুরুর হয়েছিল। তিনি আপ্লুত হয়েছিলেন। 
           তিনি রাশিয়ার মানুষের আচার- ব্যবহার দেখে মন্তব্য করেন --" মানুষে- মানুষে ব্যবহার কী আশ্চর্য সহজ হয়ে গেছে ।" ১৯৩০ সালের ২০শে সেপ্টেম্বর রাশিয়ায় পৌঁছবার পর সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পরিবারকে চৌদ্দটি চিঠি লেখেন। এই চিঠিগুলো একসাথে করে ১৯৩১ সালে ' রাশিয়ার চিঠি' নামে একটা বই প্রকাশিত হয়।
           ১৯৩০ সালে পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে লেখেন -- " রাশিয়ায় অবশেষে আসা গেল। যা দেখছি আশ্চর্য ঠেকছে। অন্য কোন দেশের মত নয়। একেবারে মূলে প্রভেদ। আগাগোড়া সকল মানুষকেই এরা সমান করে জাগিয়ে তুলেছে। " 
           যখন কবিগুরু মস্কোর আমন্ত্রণে রাশিয়া যান, তখন রাশিয়ার রাজনীতি সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। তিনি উপলব্ধি করেন রাশিয়ায় জাতি - ধর্ম বিভেদ বলে কিছু ছিল না। সব মানুষই মালিক আবার সকলেই সকলের প্রভু। সকলেই সকলের আত্মীয়ের মতো। এখানে ঝগড়া- বিবাদ বলে কিছু নেই। একসময় জার শাসিত সাম্রাজ্যে এই রাশিয়ায় কৃষকসংগ্রাম হয়েছিল। ১৯৩০ সালে রবীন্দ্রনাথ যখন সেখানে যান তখন রাশিয়া অন্য এক দেশ -- শান্ত ও অপূর্ব মানসিকতার এক দেশে পরিণত হয়েছে। কবিগুরু সেখানকার নানাজায়গা ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখেছেন আর অবাক হয়েছেন। এক জায়গায় তিনি লিখেছেন --" আপাতত রাশিয়ায় এসেছি- না এলে এজন্মের তীর্থদর্শন অত্যন্ত অসমাপ্ত থাকত। "
          রাশিয়ায় বিভিন্ন জায়গায় কৃষিভবন আছে। কবিগুরু মস্কোতে অবস্থিত কৃষি ভবনটি দেখতে গিয়েছিলেন। এখানকার কৃষকদের হাতে- কলমে চাষাবাদ শেখানো হয় । তার জন্য পরামর্শদাতা ও উপদেশ দেবার লোক নিয়োগ করা আছে। এই দেশে বৈজ্ঞানিক উপায় চাষাবাদ করা হয়। এখানকার মানুষ ' অপচয়' একদম পছন্দ করে না। রাশিয়ার গ্রাম থেকে শহরে এসে কিছুদিন কাটাবার জন্য শহরে বেশ কিছু বাড়ি আছে। থাকা - খাওয়ার খরচ খুব কম। শহরে এক বাড়িতে রবীন্দ্রনাথ গিয়েছিলেন। সেখানে তিনি অনেকজনকে একসাথে থাকতে, একসাথে খেতে, একসাথে কাগজ পড়তে দেখেছেন। রাশিয়ায় বিংশ শতকের তিরিশের দশকে বৈজ্ঞানিক উপায় ট্রাক্টর চালিয়ে চাষ হত -- সেদেশে চাষীদের জীবন এবং চাষাবাদ কিভাবে করা হতো তা তিনি নিজে প্রত্যক্ষ করেছেন। একবার এক রুশ চাষীর মেয়ে রবীন্দ্রনাথকে বলেছিলেন: " শিশুদের দেখাশোনা ও শেখানোর স্বতন্ত্র্য ব্যবস্থা হওয়াতে স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি অনেক কমে গেছে । তাছাড়া ছেলেদের সম্বন্ধে দায়িত্ব যে কতখানি বাপ- মা ভালো করে শিখতে পেরেছে। " -- রুশজাতির ত্যাগ করার ক্ষমতা দেখে কবিগুরু অবাক হয়েছিলেন। তাদের অটল দেশপ্রেম ও গভীর আন্তরিকতা তাঁকে অন্য জগতে নিয়ে গিয়েছিল। কবিগুরু বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছেন। কিন্তু তাঁর জীবনে কয়েকদিনের রাশিয়া ভ্রমণ ছিল সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞতা।

--------------------------:-----------------------------

বিক্রমজিত ঘোষ
৩০/১/১, উমাচরণ ভট্টাচার্য্য লেন,
রামকৃষ্ণপুর, হাওড়া-৭১১১০১.



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক