দেখা হবে
সুবিনয় হালদার
স্বপ্ন হারিয়ে গেলো দীপ নেভা অন্ধকারে
সভ্য দুপেয়ে জীব চতুষ্পদের পাশবিকতার ঘৃণ্যতাকে হার-মানায় ;
দেওয়া নেওয়ার নামে মিথ্যা প্রবঞ্জনা ক্ষমতা লালায়িত সুপ্ত বাসনা প্রতিপালন করে !
"নিজের বেলা আঁঠি আঁঠি, পরের বেলা দাঁত কপাটি" গোছের স্বরধ্বনি লাউডস্পিকারের ষাট ডেসিবল-কেও বুড়োআঙুল দেখায় !
ক্ষমতা স্বার্থ আর পদ সব ব্যঞ্জনার বর্ণকে একটু একটু বৈষম্যের আগুনে ঘৃতাহুতি দেয় !
গা বাঁচিয়ে চলা মানুষ গুলো বিবেক'কে বন্ধক রেখে- টিভির সিরিয়াল দেখে-, রিয়েলিটি শো দেখে-,
মনুষ্যত্বের ঘরে দরজা বন্ধ করে বার্থডে পার্টির মোচ্ছবে সামিল হয়ে একে অপরকে আলিঙ্গন করে ন্যাকা ন্যাকা অভিব্যক্তি করে বলে- উফ্ আর বলবেন-না যা দিনকাল- পড়লো--!
অথচ আত্মসুখে নিমগ্ন নাক উঁচু এরাই খুব সন্তর্পণে অন্যের দিকে অসভ্যতার দায়ভার ঠেলে দিয়ে সাজুগুজু করে গদগদ-কণ্ঠে টকশো'তে বাতেলা ঝারে- !
অসভ্যতামির সীমা লঙ্ঘনকারী এইসব সাফেদ মানুষগুলোর আক্কেল হবেনা ;
আদৌ হবে কিনা-
তা কেউ জানেনা !
আর কত স্বপ্ন দীপ হারিয়ে গেলে- নিভে গেলে তবেই এদের চেতন ফিরবে ?
উত্তর নেই জানা !
আনিস চলে গেল- তোমরা তো চিনতে- নামও শুনেছিলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরেরকাগজে,
যদিওবা আজকাল আর তেমন কেউ বলেনা-
কিন্তু জনতা- ও-জনতা- শেষ পর্যন্ত কী হলো তার ?
সব ভুলে গেলে বেমালুম- বাহঃ - বাহঃ রে দুনিয়া !
আনিসদা, তোমার সাথে স্বপ্নদীপ, ফৈজাল আহমেদের দেখা হয়েছে ?
ওদের তো পাঠিয়ে দিলো তোমার মতো করে- সাজিয়ে- গুছিয়ে-
তোমার কাছে !
না পসন্দ কথা লেখা বা বলা যাবেনা-
প্রতিবাদ করা যাবেনা- ;
প্রতিকূলতার বিরুদ্ধে এগোলেই আনিস ফৈজাল আহমেদ স্বপ্নদীপ হারিয়ে যাবে- নিভে যাবে- এটাই এখন দস্তুর,
তুমি তো সবই বোঝ- যার জন্যই তো তোমাকে.....!
জানো তো সেই একই ছবি চলছে এখনো- এখানে- যেমনটা হয়েছিলো তোমার সাথে রাতের বেলায়- আলোয় খেলায় ;
এখন তো আবার 5-G. AMB-420 মেগা পিক্সেল ক্যামেরায় চলছে দড়ি টানাটানি দোষ-আরোপ পর্ব !
যেমনটা হয় আর-কী ;
তারপর আস্তে আস্তে "তারিখ পে তারিখ" -"তারিখ পে তারিখ" চলতে চলতে সব ফাইল ক্লান্ত হয়ে টেবিলে শুয়ে পরবে- ঘুমিয়ে পরবে-!
দিনের বেলায় রাতের কারবারিরা-
মিথ্যার PHD করা হোতা, ছাতা, হুনুরা বড়বড় বুলি আওড়াবে- !
বারুদের পাহাড়ে মৃত আগ্নেয়গিরি জেগে উঠেছে ;
অনর্গল অগ্নুৎপাতে খড়কুটোর মতো সব ছিন্নভিন্ন হয়ে ছিটকে পরছে-,
সঙ্গে বীভৎস আওয়াজ !
দ্বন্দ্বে ভঙ্গ বুদ্ধিজীবী বিদ্বজ্জন !
অথর্ব পঙ্গু জনগণ ভিক্ষা-পাত্র হাতে লাইনে-
ফেলফেল করে সময় গোণে !
অপেক্ষারত সবাই- প্রতীক্ষায় তাই- ;
দেখা হবে খুব শীঘ্রই বন্ধু- বিদায়- ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন