Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

অণুগল্প ।। আমি একটুকরো ভারত ।। সোমা মজুমদার


সেদিন ছিলো পনেরোই অগাস্ট,  আমার কাছে তখন পনেরো অগাস্ট মানে একটা চকোলেট চকোলেট দিন,  সারাদিন অনেক খেলাধূলা করা সকালে প্রভাত ফেরী নাচ গান, আর বিকেলে খেলা জিতে অনেক পুরস্কার নিয়ে বাড়ি ফেরা।  সেদিন ও এক পনেরো অগাস্টের বিকেল, আমি অনেক গুলো পুরস্কার চকোলেট দু'হাতে বুকের কাছে চেপে ধরে বাড়ি ফিরছি, হঠাৎ দেখলাম রাস্তার একপাশে সবুজ ঘাসের উপর চেপ্টা হয়ে ফুলা পাটা রোদের দিকে বাড়িয়ে দিয়ে বসে হাঁপাচ্ছেন  আমাদের প্রতিবেশী ফুলন পিসি। পাশে একটা কলসি ভর্তি জল, সম্ভবত আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে কলসি দিয়ে জল তুলে নিয়ে যাচ্ছিলেন,  এই ফুলন পিসিকে  আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি ,  বেচারির বিয়ের কিছুদিন পর স্বামী মারা যান,  বাবার বাড়িতে এসে উঠেছেন ভাইয়ের সংসারে। অসুস্থ মহিলা, বাঁ পাটি ফুলা,  ব্যথায় ভালো করে হাঁটতে পারেন না, তবুও সারাদিন কতো রকমের কাজই না করতে হয়।  রাস্তার পাশে বসে এভাবে হাঁপাতে দেখে  আমি পাশে গিয়ে জিগ্যেস করলাম, কী হয়েছে তোমার পিসি? 
উনি প্রথমে কোন উত্তর দিলেন না, আবার বললাম কী হয়েছে তোমার?  এবার হাঁপাতে হাঁপাতে বলেন যন্ত্রণা,  পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। আমি তার দিকে একটা চকোলেট বাড়িয়ে দিয়ে বললাম খাবে?  মাথা নাড়িয়ে না করলেন, আমি  আরো একটু কাছে গিয়ে বললাম এই ফুলা পা নিয়ে জল নিতে কেন এসেছো তুমি। এবার ও আমার কথার কোন উত্তর না দিয়ে জিগ্যেস করলেন তুই কোথায় গিয়েছিলি? 
আমি বললাম স্কুলে, স্কুল থেকে মাঠে, আজ তো স্বাধীনতা দিবস তুমি জানো না?  ও আজ স্বাধীনতা দিবস?  হায় রে স্বাধীনতা! লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফুলন পিসি আমায় বললেন তা আজ কী করলি মাঠে গিয়ে?  এই দিনে খুব মজা হয় আন্টি,  কোন পড়াশোনা নেই, সারাদিন খেলা চকোলেট খাওয়া আর বিকেলে এত্তোগুলো পুরস্কার নিয়ে বাড়ি আসা।  একটা চকোলেট খাও।  আমি আবার একটা চকোলেট তার দিকে বাড়িয়ে দিলাম,  ফুলন আন্টি তার শক্ত খসখসে হাতের তালু দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন বাড়ি যাও, বোনকে নিয়ে খাও। আর মন দিয়ে পড়াশোনা করো। অনেক বড় হও।   স্বাধীনতা থাকুক তোমাদের জীবনে। আমি সেদিন বুঝতে পারিনি স্বাধীনতা আবার জীবনে থাকে কী করে?  
আমি তাকে জানতে চাইলাম- তোমার জীবনে কী তাহলে স্বাধীনতা নেই পিসি?
 - না রে মা নেই।
- তাই বুঝি তোমার খুব কষ্ট? 
- হ্যাঁ, তাই আমার খুব কষ্ট। 
- আমি তোমায় স্বাধীনতা এনে দেবো পিসি, তাহলে তোমার আর কোন কষ্ট থাকবে না। বল না স্বাধীনতা কোথায় পাওয়া যায়,  আন্টি একটু মুচকি হেসে বললেন স্বাধীনতা পাওয়া যায় না রে মা। ছিনিয়ে আনতে হয়।  আমি ছিনিয়ে এনে দেবো তোমায়।  তুমি তবে বড় হও।  অনেক পড়াশুনো করো তবেই পারবে।  আমি আসতে আসতে আবার বললাম আমি বড় হয়ে তোমায় স্বাধীনতা এনে দেবো আন্টি,  নিশ্চয়ই এনে দেবো।  

এখন আমি বড় হয়েছি, কিন্তু স্বাধীনতা এনে দিতে পারিনি ফুলন পিসিকে।  কারণ যে দেশে সীমান্তের আকাশ ঘোলাটে, বোমা বারুদের শব্দ কান ঝালাপালা করে দিচ্ছে,  এক রাজ্যের পুলিশ অন্য রাজ্যের পুলিশকে মেরে উন্মাদ নৃত্য করছে, রাজা নীরব দর্শক হয়ে দেখছেন,  খর্ব হচ্ছে ধর্মের স্বাধীনতা,  বাকস্বাধীনতা ,  ফুটপাতে রাস্তার পাশে পথশিশুদের জীবন নিয়ে টানাটানি,  দিনদুপুরে ধর্ষিত হয় মেয়ে,  সেই ধর্ষিতা মেয়েকে জ্বালিয়ে দেয় পুলিশ । সত্যি বড় অবাক এই দেশ আর তার নিয়ম।  ডাস্টবিনের ময়লা পরিস্কার করতে গেলে যে দেশে শিক্ষাগত যোগ্যতা লাগে সেই দেশের রাজা মন্ত্রী নেতা হতে গেলে কোন যোগ্যতা লাগে না।  সাবেক চোর গুন্ডা মাস্তান ডাকাত সব হলেই চলে।  আর যাইহোক এমন দেশে তোমায় আমি আরো বড় হলেও স্বাধীনতা  এনে দিতে পারবো না  হয়তো ফুলন পিসি। 

এতো পরাধীনতার মাঝেও বছরে একবার পনেরো অগাস্ট এলে  আমি সব ভুলে গিয়ে হয়ে যাই একটুকরো ভারতবর্ষ।  দূরে কোথাও থেকে যখন ভেসে আসে "সারে জাঁহা সে আচ্ছা " অথবা জন-গণ - মন অধিনায়ক জয় হে.  ভারত ভাগ্য বিধাতা "....
আমার সারা শরীরের প্রতিটি লোমে লোমে শিহরণ জাগে।  আমি সেদিন হয়ে যাই একটুকরো ভারতবর্ষ।
--------------- 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল