কবিতা ।। নিঃস্ব তো নয় এই জাতিটা ।। ক্ষুদিরাম নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। নিঃস্ব তো নয় এই জাতিটা ।। ক্ষুদিরাম নস্কর

 


স্বাধীনতার এত বছর- 
সেই দরিদ্র দেশ,
শিক্ষা,স্বাস্থ্য,উপার্জনে 
কেউ বলে না বেশ।

স্বাধীনতা আনতে যারা 
করলো জীবন শেষ। 
তাদের ভাবনা চিন্তা ধারায় 
মিলছে কি আজ দেশ ?

তারা এখন কোথায় আছে- 
কেউ রাখি কি খোঁজ ?
চেয়ার নিয়ে টানাটানি 
দেখছি সবাই রোজ।

খুললে খবর বেকারত্ব, 
চুরি,ধর্ষণ,খুন।
মাঝেমধ্যে একটা দুটো 
ছিটকে বেরোয় গুন।

এমনি গুণীর গন্ধ ফুলে 
দেশ হোক গুণীর গাছ।
নিঃস্ব তো নয় এই জাতিটা 
বিশ্বে পড়ুক আঁচ।
------------ 

সোনারপুর 700150
দক্ষিণ চব্বিশ পরগনা 
ফোন 6290956955

No comments:

Post a Comment