ছড়া ।। স্বাধীনতা ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

ছড়া ।। স্বাধীনতা ।। রঞ্জন কুমার মণ্ডল



আমজনতার খাদ‍্য খাবার
   লুটছে দেশের জননেতা
বিপ্লবীরা কি চেয়েছিল
    দেশের এমন স্বাধীনতা!

ভাঙছে সমাজ, মাতৃভূমি
  মন ভাঙছে, ভাঙছে দেশ
কর্মহীনে  ধুঁকছে  যুবক
   স্বাধীনতার এ কোন বেশ!

বঞ্চিত  আজ আমজনতা
  আন্দোলনে কৃষক সমাজ
লুটেরা আজ বেজায় খুশি
   স্বাধীনতার এ কোন সাজ!

জাত-পাতের দ্বন্দ্ব আজও
     আজও মানুষ  যাযাবরে
আজ এ কেমন স্বাধীনতা!
 ব‍্যাখ‍্যা কি কেউ দিতে পারে?

ভর্তুকি, ঋণ শিল্প হবে
   হাতিয়ে  ফেরার  শিল্পপতি
 স্বাধীনতার এক  নতুন রূপ!
         ধর্ম  নিয়েই  মাতামাতি।

অনাহারে  আজও মানুষ 
            স্বাধীনতার  পঁচাত্তরে
ভাষণ,তোষণ দেশনায়কের
   আমরা স্বাধীন,কেমন করে!

সমাজ জীবন নয় নিরাপদ
      ভয় সন্ত্রাস, রোজ বিপদে
নীরবেতে  স্বজন পোষণ
  স্বাধীনতা! আজ নতুন স্বাদে!

বাজারে আগুণ,জ্বলছে এ দেশ
       ধুঁকছে  রোজই আমজনতা
অর্থনীতি  বিকিয়ে গেছে
          এই  আমাদের  স্বাধীনতা !
 
                       -----------
 
রঞ্জন কুমার মণ্ডল
সারাঙ্গাবাদ, মহেশতলা
কোলকাতা :৭০০১৩৭




No comments:

Post a Comment