কবিতা || অধীনতামূলক || জয়ন্ত চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা || অধীনতামূলক || জয়ন্ত চট্টোপাধ্যায়




পরাধীনতার সংজ্ঞা লেখার জন্য করোনাদগ্ধ শিশুমুখ দেখি
ভেসে ওঠে জলবন্দি মানুষের অসহায় জীবন বেহুলার ভেলা

রাস্তায় পা দিলেই ওরা বলে, এ তোমার নয়, সাবধান!

খাঁচার পাখির কাছে শিখেছি স্বাধীনতার মানে
আকাশ মানে মুক্তি বাতাস মানে সম্পদ সবুজ মানে প্রাণ
জল মানে উদারতা আগুন মানে উদাত্ত বিবেক
পাখি হতে চেয়ে শিখি ভাষার কৌশল

ওরা বলে স্বপ্ন দেখা বারণ তবু মন মানে না
স্বাধীনতার স্বপ্নে অজস্র ফাঁকি ফায়ারিং স্কোয়াডের ঝাঁঝরা দেহ
খেরোর খাতার রক্ষাকবচ যাদের স্বেচ্ছাচারের লাইসেন্স দেয়
সেইসব রাক্ষসের খিদে এখনো তো লুটে চলে খাদ্য জল সঞ্জীবনী সুখ
অধীনতামূলক মিত্রতার কূটনীতি অজস্র ক্রীতদাস তৈরির কারখানা
অনুমতি ছাড়া শ্বাস কাশ নিদ্রা মৈথুন সব বন্দি কিছু ধারার শিকলে

দুশ্ছেদ্য শিকল

=================



জয়ন্ত চট্টোপাধ্যায়
গোপেশ্বরপল্লি,বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২
কথা : ৭০০১৪৫৬৭২১/৯৭৩২২৩৭৬০৮
ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com



 

No comments:

Post a Comment