অধিনায়ক হে... ।। জগবন্ধু হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

অধিনায়ক হে... ।। জগবন্ধু হালদার

 


আজব হুন্ডি কোনো অদৃশ্য ইশারায়
টিকি ধরে টেনে লাইনে ফ্যালে রোজ
দুর্যোগে টাল সামলানো দায়
কে রাখে হেরো দেইজির খোঁজ ।

প্রতিবেশী হাঁকে, হাসেও সঠিক মাপে
লাগাম, লাটাই হাতে মাতব্বর ঘোরে
দুয়ারে রেশন অঢেল সুখ-এক লাফে ,
স্বার্থক স্বাধীনতা -- পঁচাত্তরে !

ঋণ বাড়ে, সাঁঙোড় যাচ্ছে ডুবে জানি 
খিদে আর জেদে অহর্নিশ ঘেমে
তড়পা ধরেই তবু প্রাণপণ টানি
নইলে গোহারা এই হুড়োহুড়ি গেমে ।

জীবন দু'বেলা পোড়া লঙ্কা দিয়ে মেড়ে
কালের নামতা শেখায় অনটনে ঠুকে
তবু  ত্যালতেলে বাঁকা পথ ছেড়ে 
পা রাখি সোজা, মেটে রাস্তার বুকে ।

পেশির পাওয়ারে পিলে নিত্য চমকায়,
দেশের গব্বে তবু মাটি মেখে দেহে
হাভাতের পাল পাঁজরা চেপে গায়--
জনগণমন অধিনায়ক হে ।।
------------------ 

No comments:

Post a Comment