কবিতা ।। স্বাধীনতার অর্থ ।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। স্বাধীনতার অর্থ ।। সাইফুল ইসলাম



 
নেই কোন পুঁথিগত বিদ্যা
নেই কোন শিক্ষাগুরু। 
ছেলেবেলার সেই অভ্যাসখানি
এখনও রেখেছি ধরে-
একখানি দন্ডের পরে
ত্রিবর্ণ রঞ্জিত পতাকা কাঁধে
পাড়াময় তোলপাড় করে
হাসিমুখে ছুটে বেড়ানোর ধূম। 
১৫ই আগষ্টের ভোরবেলার ঘুম
বনবাসে পাঠিয়ে দেখেছি সূর্যোদয়। 
আজও হয়নি জানা
স্বাধীনতার মানে। 
আমি তো অজ্ঞ-
তাই ছুটি দেশে দেশে
পাহাড়-পর্বত ডিঙিয়ে
আজও হইনি ক্লান্ত অথবা ব্যর্থ। 
খুঁজে ফিরি পন্ডিত আর বিজ্ঞ। 
একটাই প্রশ্ন আকাশে বাতাসে
কে আছ বলো স্বাধীনতার প্রকৃত অর্থ। 
 
---------------------------------------------------------        

No comments:

Post a Comment