কবিতা ।। স্বাধীনতা ।। মহাজিস মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। স্বাধীনতা ।। মহাজিস মণ্ডল




আজ চারপাশে অন্ধকারের ভিড়
রক্তাক্ত করে দেয় সমস্ত বুকের স্বপ্ন
তবুও জেগে থাকে অনন্ত মহিমায়
আমার স্বদেশ আমার জন্মভূমি।

রাতদিন চতুর্দিকে এখনও বাজে সাইরেন
তাই শপথের অঙ্গীকারে সাজিয়ে রাখে
আলোর প্রদীপ এবং স্বদেশের গান
স্বাধীনতা যে আমাদের জন্মগত এবং স্বপ্নগত।

                          -------০-------

মহাজিস মণ্ডল
সবুজলেন,
নবপল্লী(১২ ফুট),
২২ বিঘা রোড,
জোকা,
কলকাতা-৭০০১০৪




No comments:

Post a Comment