কবিতা ।। ধর্মের কল ।। উৎপল হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। ধর্মের কল ।। উৎপল হালদার

 


হলো দেশে এক নতুন রাজা, তিনি নাকি টুলো পন্ডিত
লক্ষ লক্ষ মুদ্রার স্যুটে দেহ তাঁর রেখেছেন মন্ডিত ।
বিদেশ ভ্রমণে তাঁর কোটি কোটি টাকার অপচয়
দাক্ষিণ্যে তাঁর প্রতারকদের ঋণও মকুব হয় ।
রাজ কর্মচারীরা পায়না প্রাপ্য বাড়েনা মহার্ঘ ভাতা
পঞ্চান্ন বছরে বন্ধ হবে তাদের চাকুরীর খাতা ।
ভোটের নামে প্রহসন হলো, করলো জাল জুয়াচুরি
পিতৃসম বৃদ্ধ সব অমাত্য জনে রেখেছেন ব্রাত্য করি ।
প্রতিদিন দেশে তাঁর দেয় হানা বিদেশী হানাদার
কলকারখানা বন্ধ হলো বাড়ে কোটি কোটি বেকার ।
ঋণের দায়ে আত্মহত্যা করল কৃষক লাখে লাখে
খাজাঞ্চিনী তাঁর বলে এসব হলো দৈব-দুর্বিপাকে ।
এমন রাজার চাটুকার জুটেছে বহু শত শত
তারা গৌরব গায় রাজার নিরেট মূর্খের মতো ।

জনতার রোষে পাপের পাহাড় ডুববে সাগর জলে
নিত্যকালের সত্য সম আসন রাজার যাবে টলে।
নতুন রূপে আসবে আবার ঐ লক্ষ নরের হৃদয় মাঝে
রাজার রাজা মানব-প্রেমিক উঠবে জেগে নবীন সাজে ।
নতুন স্বপ্ন বাঁধবে বাসা, অযুত শিখায় উঠবে জ্বলে
হাসবে মানুষ গাইবে গান নাচবে আবার দলে দলে ।
এসব তত্ত্ব কথা বুঝবে পরে নিওনা হাল্কা চালে
ইতিহাস ফিরে আসে পুনঃ ঘুরবে চাকা ধর্মের কলে ।

No comments:

Post a Comment