কবিতা ।। স্বদেশ ।। চিত্তরঞ্জন গিরি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। স্বদেশ ।। চিত্তরঞ্জন গিরি

 
 
জ্যোৎস্নার ভাঁজ খুললেই দেখতে পাবে
 একটি নদীর আত্মকথা 
 পরিযায়ী পাখিরা হিন্দুকুশ পেরিয়ে 
 হিমালয়ের পথ ধরে এক একটা ছবিএঁকেছিল 
 যা উজ্জ্বল নদীমাতৃক দ্বীপ দর্পণ স্নিগ্ধতা ।

আলো আঁধারের মিলন তরঙ্গে 
 আর্য-অনার্যের ভাটিয়ালির প্রতিবিম্ব

লোপমুদ্রা খনা গার্গেই  বিশ্ববারার 
       কৃষ্টিময় অলকানন্দায়
                          নাক্ষত্রিক যে পদ সঞ্চালন
 বেদ উপনিষদের আকাশভরা তারা
  স্থলপদ্মে আঁকা -রামায়ণ মহাভারতের নির্যাস
  নদীকে দিয়েছে, সরস্বতীর তরঙ্গময় কাব্যিক                                      
                                                        অনুশাসন

পারিজাতের ছত্রছায়ায়- যে মাঝিরা ছুঁয়েছিল দাঁড় 
 আর্যভট্ট ,বরাহমিহির , জীবক কালিদাস থেকে
 আজকের- বোস, কালাম কিমবা সি ভি রমন
                               পার্থিব কল্পতরু-সৃষ্টির আষাঢ় ।

অথচ কত লুটেরার হিংস্র থাবা , বিচ্ছিন্ন আশ্বাস
পাঁপড়ি কেঁদেছে কীটের জ্বালায় 
                      যুগ থেকে কাল 
                                  চলমান বেদনার দীর্ঘশ্বাস !

লুণ্ঠিত নদী ফসল হারায়- বিভীষিকাময় দ্বন্দ্ব
  মামুদ , ঘোরী  , ইঙ্গ-ফরাসির সিন্দুকের  অভিকর্ষ
 পশ্চিম দিল পরমাণু বোমা হাহাকার মাতৃদুগ্ধ
 মাটির কুটীরে, আঁকা লাবণ্য-হারায় তার 
                                              স্বাভাবিক উৎকর্ষ !

তবুও আছে জলপ্রপাত , পাঞ্চজন্য শাঁখ , হিমালয়
 জ্বালে প্রদীপ - গঙ্গা যমুনার শীতলতায় 
                                             কত দ্বীপের সমাহার ।
পারাবত উড়ে, এদেশ -ওদেশ,শান্তির ললিত ধ্বনি
গাঙচিলে ভরা তীর্থ-মুখর প্রেমেরই অভিসার ।

যারা এসেই ফেলেছে পা-নদী গর্ভগৃহে
দেওয়া নেওয়া করে ছায়ায় মিলেছে
 আধ্যাত্ম-পরমাত্মিক আবহে !

সূর্যের দেশ , সবুজ বনানী -মরূও উঁকি দেয় 
আমার স্বপ্ন, ক্যানভাসে এখনো 
                             নক্ষত্রের আলো সাজায় !

এখনো মেহেন্দী , অপূর্ণতায় -হাস্নুহানার দিগন্তে
            আবর্জনা , রেষারেষি-যাক মুছে যাক
                                 জননীর নিষ্কলুস পদপ্রান্তে ।
 
-----------------------------------------

Chitta Ranjan Giri
C-03 Sreenagar paschimpara panchasayar road
Post -panchasayar
Kolkata 700094


No comments:

Post a Comment