কবিতা।। স্বাধীনতা ।। অমিতাভ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা।। স্বাধীনতা ।। অমিতাভ সরকার


স্বাধীনতার হিসাবখাতা এ মন খেয়াপার
অধীনতায় মিত্রতা সুর রাত্রি রোদ আঁধার।
এ দেশ তোমার আমার সবার সেবা মহৎ কাজ,
জীবন আপন বিশ্বযাপন কঠিন বড়োই আজ।

অনেক মানুষ ভাবের বাসায় জীবন কিস্তিমাত
ঈদের নামাজ হাস্নুহানা পূর্ণিমা সুর চাঁদ।
মেঘের মেলা মনের দূষণ ভীড় হাওয়া দিন-রাত
ধুলোর গন্ধ পথ চলা দূর ক্ষুধাতুর প্রতিবাদ।


রাত্রি গভীর নিবিড় নিষাদ সুস্থ উন্নয়ন
নৌকা সেতার বেতারে দ্বেষ রুষ্ট দুখ সহন।
এমনি সময় সম্ভাবনা অসম্ভব আশপাশ
অক্সিজেন আজ সবুজ হারায় কষ্ট  দীর্ঘশ্বাস।

বিক্রি স্বপ্ন রূপকথা ছল নিগ্রহ চোখ ভয়
স্বাধীনতায় স্বাধীন বেশ আজ অধীনতা সে কি নয়!
---------------


অমিতাভ সরকার

No comments:

Post a Comment