কবিতা ।। স্বাধীনতা ।। আশিস ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। স্বাধীনতা ।। আশিস ভট্টাচার্য্য



স্বাধীনতা কেবল একটা শব্দ ছিল না
স্বাধীনতা ছিল লাখো তরুণের স্বপ্ন 
জনতার শিরায় ধমনীতে রক্তের 
কোষে কোষে অস্থি ও মজ্জায়।

স্বাধীনতাকে ছুঁতে গিয়ে লাখো 
মানুষ রয়েছে বন্দি, পদকের মতো 
বুকে নিয়েছে ছুটন্ত গরম সিসের বুলেট 
রক্তে ভিজে গেছে রাজপথ, গলিপথ 
সবুজ ঘাস।

স্বাধীনতাকে ছুঁতে গিয়ে হাজার 
মানুষ বরমাল্য হিসেবে উপহার 
পেয়েছে ফাঁসির দড়ি, হাজার মানুষ
 নির্জন দ্বীপান্তরে ধুঁকতে ধুঁকতে মরেছে।

অবশেষে স্বাধীনতা ধরা দিল
 পতাকা উত্তোলন, ভাষণ আর ইতিহাস 
বইয়ের পাতায় আর সংসদে ।

আজও লাখো মানুষ স্বাধীনতা খুঁজে 
বেড়ায় রাজ্য থেকে রাজ্যে
 নদী থেকে সমুদ্রে, অরণ্য থেকে পর্বতে
 গলি থেকে রাজপথে
স্বাধীনতা আজ কোথায়?
 
=================


আশিস ভট্টাচার্য্য
 শান্তিপুর, নদীয়া 





No comments:

Post a Comment