এখন ক্রোধের সময় নয়
তবুও বলতে পারি না, প্রতিবাদের ভাষা
অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা
তবুও বলতে পারি না এখনও কেন এত রক্ত
গণতন্ত্র চলছে, নিজের কথা বলতেই পারো
প্রকাশ্যে
তবুও বলতে পারি না কেন আমৃত্যু জেলবন্দি
কবি?
আজ যদি আমি ভারত হতাম
আর ভারতমাতা বুকে এসে দাঁড়াত আমার
তবে কি লজ্জায় জিভ কাটতেন!
তবুও বলতে চাই স্বাধীনতা তোমায় সেলাম ।
=================
সঞ্জীব সেন
পানিহাটি গৌরাঙ্গ ঘাট রোঢ
পোস্ট পানিহাটি
কলকাতা114
No comments:
Post a Comment