স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা
এই আমাদের স্বাধীনতা,
উঠলো আবার রক্তিম সূর্য;
পুব আকাশে ডানা মেললো
তুলে ধরলো তিবর্ণ রঞ্জিত পতাকা
এই আমাদের স্বাধীনতা।
ভোরের আকাশ রাঙিয়ে উঠলো
পাখিরা সব গান ধরলো
দিনের আকাশ পাতা মেললো
ফুলেরা সব জেগে উঠলো
এই আমাদের স্বাধীনতা।
রক্ত ঝরিয়ে এ স্বাধীনতা
আনলো যারা......
তাদের কি ভুলতে পারি!
স্বাধীন স্বাধীন স্বাধীনতা।
ফাঁসির দড়ি গলায় পরে
হাজারো বাধা অতিক্রম করে
আনলো যারা স্বাধীনতা;
রক্তিম এই স্বাধীনতা
মায়ের কোল শূন্য করে
দেশকে যারা গড়লো তুলে
এই আমাদের স্বাধীনতা।
কত না বিপ্লবী প্রাণ বলিদান দিল
স্বাধীনতার জন্যে-
ইতিহাস তাদের নাম দিল
ভারতমাতার বীর সন্তান:
স্বাধীন স্বাধীন স্বাধীনতা
এই আমাদের স্বাধীনতা।।
Abhijit Halder
Vill-Mobarockpur
P.O-Fatepur
P.S-Hanskhali
Dist-Nadia
Pin-741507
No comments:
Post a Comment