কবিতা ।। সেই স্বাধীনতা ।। কান্তিলাল দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। সেই স্বাধীনতা ।। কান্তিলাল দাস

  

নরম খুশির দৃশ্য আসে না যেকথা লিখতে গেলে
প্রতিটি বছর ব্যথা জমে বুকে স্বাধীনতা দিন এলে ।
তেরঙা পতাকা তুলছি আকাশে যদিও এদিন ভাই
উচ্ছ্বাসে ভরা প্রাণের স্ফূর্তি দেখি কোনোখানে নাই।
বাজে বিউগল, কামানের তোপ, ট্যাবলো, মিছিল যায়
স্বাধীনতা থাকে শতহাত দূরে সীমাহীন লজ্জায়।
মালা-দীপে-ধূপে সেজে ওঠে যত শহীদের স্মৃতি বেদি
ভারতমাতার জয়ধ্বনি ওঠে আবেগে গগণভেদি।
যান্ত্রিকতায় চলে সব রীতি হৃদয়ের ছোঁয়া কই
স্বাধীনতা যেন সকরুণ বলে, আমি তো এসব নই !

গেছে ইংরেজ, শাসক বদল হয়েছে তো বারবার
শোষণের কল রয়েছে সচল দেখি আজও চারধার।
রয়েছে গরীব সেই তিমিরেই সবার জোটে না ভাত
রাজনীতি আর ধর্মের ফাঁদে জোটে নব উৎপাত।

শিক্ষিত যত কর্মহীনের পড়ে যে দীর্ঘশ্বাস
যৌবন যায় চুরি হয়ে চুপি কথা ওঠে ফিসফাস।
অন্ন তোলে যে সকলের মুখে সে-কৃষক থাকে দীন
উচিত মূল্য পায় না ফসলে দারিদ্র্য সীমাহীন।
আত্মবিনাশ ঘটায় কৃষক ঋণে, ক্ষোভে, অবসাদে
স্বাধীনতা-স্বাদ পায় না কৃষক কেন কোন অপরাধে !
ধুঁকছে অনেকে কৃষকের মতো আয়ের স্থিরতা নেই
কলকারখানা, চায়ের বাগানে কাজহারা সে দলেই।
মহার্ঘ হয় জিনিসের দাম মুনাফায় কিছু লোক
শোষণের কলে ফেলেছে মানুষে যেন বা ভয়াল জোঁক !

ভেজালের কোপে স্বাস্থ্যহীনতা সারা দেশে আজ জেঁকে
ওষুধে ভেজাল কার না কপালে কখন মরণ লেখে !
অসৎ উপায়ে দেশ জুড়ে দেখি টাকা কামানোর খেলা
স্বাধীনতা কেন উপহার দেবে ঘৃণ্য এ কালবেলা !
ঘুস, প্রতারণা,তোলাবাজি,খুন,ধর্ষণে প্রতিদিন
ক্লেদাক্ত হয় জীবনের মানে স্বাধীনতা সে মলিন !
প্রতিশ্রুতির বইয়ে বন্যা নেতা আসে নেতা যান
স্বার্থগন্ধে কাছে আসাআসি স্বাধীনতা খানখান !

দেশকে মা বলে সত্যি যে-ভাবে ক্ষতি কি সে করে তার
তবু দেখি দেশ লুণ্ঠিত হয় নিত্য যে বারবার !
স্বাধীনতা হবে আনন্দময় সবার কাছে যে নিত্য
প্রতি নাগরিক দেশভক্তিতে ভরাবে তাদের চিত্ত।

সেদিন পতাকা নবগৌরবে  উড়বে বাতাস ঠেলে
স্বাধীনতা দিন নবসাজে দেখা দেবে এ লগন এলে !
 
.................

কান্তিলাল দাস
কিসমত অপূর্বপুর
সাধুখাঁ মাঠ (বেলতলা লেন)
ডাক- সিঙ্গুর
সূচক- ৭১২ ৪০৯

No comments:

Post a Comment